ঘুর্ণিঝড় নাড়া’র প্রভাবে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা বোর্ডের জেএসসি ও সারাদেশে জেডিসি’র আজ রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ জেএসসিতে ইংরেজি ২য় পত্র ও জেডিসিতে ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান রাত ১২টায় মুঠোফোনে কক্সবাজার জেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মাদ্রাসা বোর্ডের আজকের জেডিসি পরীক্ষা ১৯ নভেম্বর এবং স্থগিত হওয়া জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দু’দিন ধরে কক্সবাজারসহ সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি আজ সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোতে ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে। এ প্রেক্ষাপটে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে দেশের অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।