৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

কক্সবাজারে অভিযানে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদক:

নোংরা পরিবেশে ইফতার তৈরি, দোকানে পণ্যমূল্যের তালিকা না টাঙানো, ফরমালিন মেশানো ফল বিক্রি ও ওজনে কম দিয়ে ক্রেতা ঠেকানোর দায়ে কক্সবাজার শহরে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের কালুর দোকান বাজার ও কাইনায়ার বাজারের বিভিন্ন দোকানে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন- গত এক সপ্তাহ আগেও শহরের প্রতিটি বাজারে গিয়ে মনিটরিং করা হয়েছে। এসময় দোকানদারদের বলা হয়েছে- সকল ধরণের পণ্যমূল্যের তালিকা টাঙাতে এবং পরিস্কার পরিচ্ছন্ন জায়গায় খাবার তৈরি করতে। এক সপ্তাহ পর শনিবার বিকালে গিয়ে দেখা যায় কালুর দোকান বাজার ও কাইনায়ার বাজার অধিকাংশ দোকানে মূল্যতালিকা টাঙানো হয়নি। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মুদির দোকান, মুরগির দোকান ও বেশ কয়েকটি ইফতারি তৈরির প্রতিটি দোকানে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। দুই বাজারে প্রায় ১৫টি দোকানদারকে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে বনবিভাগের সামনে এক লিচু বিক্রেতাকে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। লিচু কম দিয়ে ক্রেতা ঠেকানোর প্রমাণ পাওয়ায় তাকে জরিমানা করা হয়। এছাড়া কাইনায়ার বাজারে ফরমালিন মেশানো আম বিক্রি করায় বিপুল পরিমান আম ধ্বংস করা হয়েছে। অভিযানে কক্সবাজার জেলা মার্কেটিং অফিসার শাহজাহান আলী ও ১৫ আনসার ব্যাটালিয়ানের কমান্ডার চান মোহাম্মদসহ ফোর্স উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।