১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২ আশ্বিন, ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা

কক্সবাজারে অভিযানে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদক:

নোংরা পরিবেশে ইফতার তৈরি, দোকানে পণ্যমূল্যের তালিকা না টাঙানো, ফরমালিন মেশানো ফল বিক্রি ও ওজনে কম দিয়ে ক্রেতা ঠেকানোর দায়ে কক্সবাজার শহরে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের কালুর দোকান বাজার ও কাইনায়ার বাজারের বিভিন্ন দোকানে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন- গত এক সপ্তাহ আগেও শহরের প্রতিটি বাজারে গিয়ে মনিটরিং করা হয়েছে। এসময় দোকানদারদের বলা হয়েছে- সকল ধরণের পণ্যমূল্যের তালিকা টাঙাতে এবং পরিস্কার পরিচ্ছন্ন জায়গায় খাবার তৈরি করতে। এক সপ্তাহ পর শনিবার বিকালে গিয়ে দেখা যায় কালুর দোকান বাজার ও কাইনায়ার বাজার অধিকাংশ দোকানে মূল্যতালিকা টাঙানো হয়নি। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মুদির দোকান, মুরগির দোকান ও বেশ কয়েকটি ইফতারি তৈরির প্রতিটি দোকানে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। দুই বাজারে প্রায় ১৫টি দোকানদারকে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে বনবিভাগের সামনে এক লিচু বিক্রেতাকে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। লিচু কম দিয়ে ক্রেতা ঠেকানোর প্রমাণ পাওয়ায় তাকে জরিমানা করা হয়। এছাড়া কাইনায়ার বাজারে ফরমালিন মেশানো আম বিক্রি করায় বিপুল পরিমান আম ধ্বংস করা হয়েছে। অভিযানে কক্সবাজার জেলা মার্কেটিং অফিসার শাহজাহান আলী ও ১৫ আনসার ব্যাটালিয়ানের কমান্ডার চান মোহাম্মদসহ ফোর্স উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।