১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২ | ২৭ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

কক্সবাজারে অভিযানে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদক:

নোংরা পরিবেশে ইফতার তৈরি, দোকানে পণ্যমূল্যের তালিকা না টাঙানো, ফরমালিন মেশানো ফল বিক্রি ও ওজনে কম দিয়ে ক্রেতা ঠেকানোর দায়ে কক্সবাজার শহরে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের কালুর দোকান বাজার ও কাইনায়ার বাজারের বিভিন্ন দোকানে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন- গত এক সপ্তাহ আগেও শহরের প্রতিটি বাজারে গিয়ে মনিটরিং করা হয়েছে। এসময় দোকানদারদের বলা হয়েছে- সকল ধরণের পণ্যমূল্যের তালিকা টাঙাতে এবং পরিস্কার পরিচ্ছন্ন জায়গায় খাবার তৈরি করতে। এক সপ্তাহ পর শনিবার বিকালে গিয়ে দেখা যায় কালুর দোকান বাজার ও কাইনায়ার বাজার অধিকাংশ দোকানে মূল্যতালিকা টাঙানো হয়নি। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মুদির দোকান, মুরগির দোকান ও বেশ কয়েকটি ইফতারি তৈরির প্রতিটি দোকানে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। দুই বাজারে প্রায় ১৫টি দোকানদারকে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে বনবিভাগের সামনে এক লিচু বিক্রেতাকে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। লিচু কম দিয়ে ক্রেতা ঠেকানোর প্রমাণ পাওয়ায় তাকে জরিমানা করা হয়। এছাড়া কাইনায়ার বাজারে ফরমালিন মেশানো আম বিক্রি করায় বিপুল পরিমান আম ধ্বংস করা হয়েছে। অভিযানে কক্সবাজার জেলা মার্কেটিং অফিসার শাহজাহান আলী ও ১৫ আনসার ব্যাটালিয়ানের কমান্ডার চান মোহাম্মদসহ ফোর্স উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।