৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

কক্সবাজারের ৪ নং ওয়ার্ডে পুরুষ সদস্য পদের ভোট স্থগিত

জেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের ৪ নং ওয়ার্ডের (পেকুয়া) পুরুষ সদস্য পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন এই ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করেন। কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আলী হোসেন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৪ নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে একটি রীট দায়ের করা হয়েছে। যার নং-১৬৬৫২। উচ্চ আদালতের নির্দেশ পেয়ে নির্বাচন কমিশন কক্সবাজারের ৪নং ওয়ার্ডের পুরুষ সদস্য পদের নির্বাচন স্থগিত করেন। এ সংক্রান্ত লিখিত কাগজপত্র কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
ওই ওয়ার্ডের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত আবু হেনা মোস্তাফা কামাল (ক্রিকেট ব্যাট), রিয়াজ খান রাজু (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), এ.টি.এম জায়েদ মোর্শেদ (হাতি), আবুল কাসেম (ঘুড়ি), মোহাম্মদ তারেক ছিদ্দিকী (তালা) ও মেহদি হাসান (অটোরিক্সা) ।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওই ওয়ার্ডের পুরুষ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত থাকবে। তবে চেয়ারম্যান ও মহিলা সদস্য পদে যথা রীতি ভোটগ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।