৪ সেপ্টেম্বর, ২০২৫ | ২০ ভাদ্র, ১৪৩২ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

কক্সবাজারের ৪ নং ওয়ার্ডে পুরুষ সদস্য পদের ভোট স্থগিত

জেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের ৪ নং ওয়ার্ডের (পেকুয়া) পুরুষ সদস্য পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন এই ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করেন। কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আলী হোসেন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৪ নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে একটি রীট দায়ের করা হয়েছে। যার নং-১৬৬৫২। উচ্চ আদালতের নির্দেশ পেয়ে নির্বাচন কমিশন কক্সবাজারের ৪নং ওয়ার্ডের পুরুষ সদস্য পদের নির্বাচন স্থগিত করেন। এ সংক্রান্ত লিখিত কাগজপত্র কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
ওই ওয়ার্ডের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত আবু হেনা মোস্তাফা কামাল (ক্রিকেট ব্যাট), রিয়াজ খান রাজু (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), এ.টি.এম জায়েদ মোর্শেদ (হাতি), আবুল কাসেম (ঘুড়ি), মোহাম্মদ তারেক ছিদ্দিকী (তালা) ও মেহদি হাসান (অটোরিক্সা) ।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওই ওয়ার্ডের পুরুষ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত থাকবে। তবে চেয়ারম্যান ও মহিলা সদস্য পদে যথা রীতি ভোটগ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।