৯ নভেম্বর, ২০২৫ | ২৪ কার্তিক, ১৪৩২ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কক্সবাজারের ৩ পাচারকারী ১২ হাজার ইয়াবাসহ লোহাগাড়ায় আটক

লোহাগাড়া প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার রামুর ঈদগাঁও এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী পাচার করার সময় লোহাগাড়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যালয়েট উদ্ধার করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক এলাকা হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার ঈদাগাঁও ভিলেজার পাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে সামশুল আলম (৪৫), জাগির পাড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খালেদা বেগম (৩০) ও রফিক আহমদের স্ত্রী ছালেহা বেগম(৩০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ওসি মো: জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল ইসলাম, এসআই আব্দুল হক ও এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্নবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমূখি মাইক্রোবাস থামিয়ে তল্লাসী চালিয়ে মহিলাসহ ৩ জনকে ১২ হাজার পিস ইয়াবা ট্যারয়েটসহ আটক করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো: জাকের হোসাইন মাহমুদ বলেন, ১২ হাজার পিস ইয়াবাসসহ তিন পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। তাদেরকে শনিবার সকালে আদালতে সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।