১২ নভেম্বর, ২০২৫ | ২৭ কার্তিক, ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

কক্সবাজারের শ্রেষ্ঠ রামু থানা

প্রজ্ঞানন্দ ভিক্ষুঃ কক্সবাজার জেলার আট থানার মধ্যে শ্রেষ্ঠ থানার মাসিক পুরস্কারটি এবার রামু থানা পেয়েছে।

অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তিসহ সার্বিক বিবেচনায় এই মাসিক পুরস্কারটি নিয়মিত দেওয়া হয়। ২০১৮ সালের জুলাই মাসে উপরোক্ত কাজগুলি সম্পাদনে রামু থানা এগিয়ে থাকায় এবারের মাসিক শ্রেষ্ঠ পুরস্কারটি রামু থানায় উঠেছে। এতে পুরো রামু থানার পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা খুশি।

এই সাফল্যে এলাকার সাধারণ জনগণও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।তারা রামু থানার আরো অগ্রগতি কামনা করতেও ভুলেননি।

এর কিছু দিন আগে দেশব্যাপী যখন মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছিল তখন রামু থানাও আলোচনায় চলে এসেছিল। ওই সময়ে রামু থানাও এলাকার বিভিন্ন মাদকের ডেরায় অভিযান চালায়। অভিযানে অনেক মাদক ব্যবসায়ী এবং মাদকসেবী আইনের আওতায় আসে এবং বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়।

রামু থানার অফিসার ইনচার্জ একেএম লিয়াকত আলী এবং পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে চলা ওই অভিযানে গ্রেফতার এড়াতে অনেক মাদক ব্যবসায়ী এবং মাদকসেবী আত্মগোপন করেন।

রামু থানার অফিসার ইনচার্জ একেএম লিয়াকত আলী গত কিছু দিন ধরে ছুটিতে আছেন। সেই থেকে থানা সামলানোর কাজটা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের উপর বর্তায়। তার নিরলস পরিশ্রমের সুফল হল এই পুরস্কার।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এই পুরস্কার পাওয়ায় তাদের দায়িত্ববোধ আরো বেড়ে যাবে। থানার অন্যান্য পুলিশ সদস্যরাও এতে খুব উৎসাহিত হয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।