১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজার পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুলের বরণ ও উপ-সহকারি প্রকৌশলী মনতোষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত   ●  জলকেলি উৎসবের বিভিন্ন প্যান্ডেল পরিদর্শনে মেয়র মাহাবুব   ●  উখিয়া সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি নুরেআলম মিনা   ●  ‘বনকর্মীদের শোকের মাঝেও স্বস্তি, হত্যার ‘পরিকল্পনাকারি কামালসহ গ্রেপ্তার আরও ২   ●  উখিয়া নাগরিক পরিষদ এর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত   ●  আদালতে ফরেস্টার সাজ্জাদ হত্যার দায়স্বীকার সেই ডাম্পার চালক বাপ্পির   ●  ‘অভিযানে ক্ষুব্ধ, ফরেস্টার সাজ্জাদকে পূর্বপরিকল্পনায় হত্যা করা হয়’   ●  ফাঁসিয়াখালীতে পৃথক অভিযানে জবর দখল উচ্ছেদ, বালিবাহী ডাম্পার জব্দ   ●  অসহায়দের পাশে ‘রাবেয়া আলী ফাউন্ডেশন’   ●  ফরেস্টার সাজ্জাদ হত্যার মূল ঘাতক সেই বাপ্পী পুলিশের জালে

কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট থেকে ২০ মালয়েশিয়াগামী আটক : ট্রলার জব্ধ

mal
কক্সবাজারের উপকূলীয় পেকুয়ার মগনামা ঘাট থেকে ২০ মালয়েশিয়াগামীসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০মার্চ) ভোর ৫ টার দিকে পেকুয়ার মগনামা পশ্চিমকূল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সাহেদ, আল আমীন, রহমত আলী, নায়েব আলী, উমেদ মোল্লা, আল-আমিন মিয়া, জয়নাল, মুন্নাফ ভান্ডারী, আনোয়ার হোসেন, মোন্নাফ, পিরু, মো.কাদু, জাহেদুল গাজী, সিরাজুল মোডল, আবু বক্কর, শ্যামল, তৌছিকুর রহমান, কমরুল ইসলাম ও হাফেজুর রহমান। এদের সবার বাড়ি চুয়াডাঙ্গা, পাবনা, সাতক্ষীরা, নরসিংদীসহ বিভিন্ন জেলায়।
আটক কয়েক’জন মালয়েশিয়াগামী জানান, দালালেরা তাদের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের মাঝির ঘাট এলাকা থেকে তাদের একটি ফিশিং ট্রলারে তুলে সাগরে পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। তাদের ট্রলারটি মগনামা ঘাট পার হতেই কোস্টগার্ড তাদের ধাওয়া করে আটক করে।
কোস্টগার্ড এর কুতুবদিয়া ষ্টেশন কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে কুতুবদিয়া চ্যানেলের মগনামা পশ্চিককুল এলাকা দিয়ে একটি ফিশিং ট্রলারে করে অবৈধ উপায়ে কিছু লোক মালয়েশিয়া যাত্রা করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এসময় ২০জনকে যাত্রীকে আটক করা হয়েছে। তবে ওই ট্রলারে থাকা কয়েকজন দালাল পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
পেকুয়া থানার ওসি রকিবুল ইসলাম জানান, কোস্ট গার্ড মগনামায় টলার সহ ২০জনকে আটক করেছে বলে শুনেছি। তাদেরকে থানায় নিয়ে আসতে পুলিশ পাঠানো হয়েছে।
কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট থেকে ২০ মালয়েশিয়াগামী আটক : ট্রলার জব্ধ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উপকূলীয় পেকুয়ার মগনামা ঘাট থেকে ২০ মালয়েশিয়াগামীসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০মার্চ) ভোর ৫ টার দিকে পেকুয়ার মগনামা পশ্চিমকূল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সাহেদ, আল আমীন, রহমত আলী, নায়েব আলী, উমেদ মোল্লা, আল-আমিন মিয়া, জয়নাল, মুন্নাফ ভান্ডারী, আনোয়ার হোসেন, মোন্নাফ, পিরু, মো.কাদু, জাহেদুল গাজী, সিরাজুল মোডল, আবু বক্কর, শ্যামল, তৌছিকুর রহমান, কমরুল ইসলাম ও হাফেজুর রহমান। এদের সবার বাড়ি চুয়াডাঙ্গা, পাবনা, সাতক্ষীরা, নরসিংদীসহ বিভিন্ন জেলায়।
আটক কয়েক’জন মালয়েশিয়াগামী জানান, দালালেরা তাদের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের মাঝির ঘাট এলাকা থেকে তাদের একটি ফিশিং ট্রলারে তুলে সাগরে পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। তাদের ট্রলারটি মগনামা ঘাট পার হতেই কোস্টগার্ড তাদের ধাওয়া করে আটক করে।
কোস্টগার্ড এর কুতুবদিয়া ষ্টেশন কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে কুতুবদিয়া চ্যানেলের মগনামা পশ্চিককুল এলাকা দিয়ে একটি ফিশিং ট্রলারে করে অবৈধ উপায়ে কিছু লোক মালয়েশিয়া যাত্রা করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এসময় ২০জনকে যাত্রীকে আটক করা হয়েছে। তবে ওই ট্রলারে থাকা কয়েকজন দালাল পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
পেকুয়া থানার ওসি রকিবুল ইসলাম জানান, কোস্ট গার্ড মগনামায় টলার সহ ২০জনকে আটক করেছে বলে শুনেছি। তাদেরকে থানায় নিয়ে আসতে পুলিশ পাঠানো হয়েছে।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।