৯ সেপ্টেম্বর, ২০২৫ | ২৫ ভাদ্র, ১৪৩২ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

কক্সবাজারের ঈদ বাজারে ক্রেতা বেশে গোয়েন্দা নজরদারি

DB Policeপ্রতি বছর ঈদ আসলেই বেড়ে যায় পকেটমার,অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের অপতৎপরতা। এবার এসব পকেটমার, অজ্ঞানপার্টির সদস্য আর ছিনতাইকারীদের চিহ্নিত করতে ক্রেতা বেশে গোয়েন্দা নজরদারি করতে কক্সবাজার শহরে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের কয়েকটি বিশেষ টিম। তারা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুই সিফটে টহল অব্যাহত রেখেছে।
কেনাকাটার সময় ভিড়ের সুযোগে নারী,পুরুষের পকেট বা ব্যাগ থেকে টাকা মোবাইল বা মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় পকেটমার ও চোর চক্রের সদস্যরা। এছাড়া কখনো জিনিসপত্র কেনার নামে দোকান থেকেও হাতিয়ে নেয় মূল্যবান সামগ্রী।
গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, ঈদ বাজারে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পুরুষ সদস্যরাও যেমন গোয়েন্দা নজরদারি করছেন তেমনি পুরুষ ও নারী পুলিশ সদস্যরাও ক্রেতাবেশে কক্সবাজার শহরের বিভিন্ন অভিজাত মার্কেটে মার্কেটে ঘুরছেন। বিশেষ করে শহরের নিউমার্কেট এলাকা, বড়বাজার, পানবাজার এলাকায় বেশ কয়েকটি টিম কাজ করছেন।
গোয়েন্দা সূত্র আরও জানায়, ঈদের কেনাকাটা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পকেটমার, চোর ও অজ্ঞান পার্টির সদস্যদের তৎপরতা। এ সব চক্রে যেমন পুরুষ সদস্য রয়েছে তেমনি রয়েছে নারী সদস্যও।
সূত্রে আরো জানা যায়, সাধারণভাবে এদের দেখে বোঝার কোন উপায় নেই তারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। হাতে শপিং ব্যাগ নিয়ে কেনাকাটায় ব্যস্ত থাকার ভান করে তারা। এছাড়া কখনো একা একা আবার কখনো দলবদ্ধভাবে অপকর্ম সংঘটন করে তারা।
গোয়েন্দা শাখার ওই কর্মকর্তা আরো জানান, চক্রের নারী সদস্যরা মূলত টার্গেট করে ভিড়ের মধ্যে কেনাকাটা করতে আসা নারীদের। বিশেষ করে যেসব নারীর কোলে বা সঙ্গে সন্তান থাকে তাদের পিছু নেয় এরা। সন্তান সামলানোর সময় কাঁধের ব্যাগ একটু আলগা হয়ে এলেই চেইন খুলে নগদ টাকা কিংবা মোবাইল ফোন নিয়ে সটকে পড়ে তারা। এদের ধরতেই নজরদারি চলছে। ইতোমধ্যে ঈদবাজারে কোন ধরনের অপরাধ সংগঠিত হয়নি বলে জানা তিনি।
শহরের কয়েকজন ব্যবসায়ী জানান, ঈদ বাজারে অপরাধ ঠেকাতে সাদা পোষাকে গোয়েন্দা পুলিশের তৎপরতার কারণে পকেটমার,অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। কেনাকাটা করতে আসা ক্রেতারা পছন্দের পণ্য কিনে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারায় আমরাও খুশি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।