১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

ওয়ান বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তিঃ

ওয়ান বাংলাদেশ, কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। ২৪ জানুয়ারি (রোববার) এই কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ রশিদুল হাসান। কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক হাসেম উদ্দিন ও সাংবাদিক ইমরুল কায়েসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডাঃ নোবেল কুমার বড়ুয়া, অর্থ সম্পাদক এড. রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপিকা রুমেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন ও ইয়াসির আারাফাত রিগান, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাজিদুল হক সুমন, মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিষয়ক সম্পাদক শরীফ মোস্তফা সানি, সমাজসেবা সম্পাদক কুতুব উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা পারেল সামিহা সারিকা, সাংস্কৃতিক সম্পাদক হিল্লোল দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর জমির হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ডাঃ তারেক আদনান, যুগ্ম তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুনতাকিম হোসেন শুভ, দপ্তর সম্পাদক শাহ নিয়াজ, সদস্য সোহেল আহমদ বাহাদুর, মোঃ নজিবুল ইসলাম ও এড. জিয়া উদ্দিন আহমেদ।

২৪ জানুয়ারি সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে ‘এক তর্জনী এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ‘ স্লোগানে ওয়ান বাংলাদেশ এর সাধারণ সভা ও জেলা কমিটি ঘোষনা করা হয়।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। ওয়ান বাংলাদেশ, কক্সবাজার জেলা কমিটির সভাপতি হাসেম উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের সঞ্চালনায় সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি মোঃ রশিদুল হাসান।

বক্তব্যে রাখেন কমিটির সদস্য ও জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন উল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তোফায়েল আহমদ, রাঙ্গামাটি জেলা সভাপতি টুকু তালুকদার, সাংগঠনিক সম্পাদক -ডা.মোঃ আলম হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।