
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দ্র সচিবরাও স্মার্টফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে সাধারণ হ্যান্ডসেট ব্যবহার করতে পারবেন তারা। এছাড়া কেন্দ্রে পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব নিষেধাজ্ঞার কথা জানান।
তিনি বলেন, ‘আমরা এটা স্ট্রিক্টটি বলে দিচ্ছি- কোনো টিচার কোনো টেলিফোন পরীক্ষাকেন্দ্রে নিতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রে একটাই ফোন নিতে পারবেন কেন্দ্র সচিব। সেটি তিনি তার অফিস কক্ষে রাখবেন এবং সেটা স্মার্টফোন না, সেটা হবে সাধারণ ফোন।’
শিক্ষামন্ত্রী জানান এর আগেও কেন্দ্র সচিবদের এই বিষয়ে ব্রিফ করা হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে দেশের ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে একেযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এ পরীক্ষায় অংশ নেবে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।