৪ সেপ্টেম্বর, ২০২৫ | ২০ ভাদ্র, ১৪৩২ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

‘এশিয়া কাপের আগে প্রিমিয়ার লিগ নয়’

বছর জুড়ে ব্যস্ত সূচির মধ্যে আশঙ্কায় এ বছরের হকি প্রিমিয়ার লিগ। আসন্ন নির্বাচন, এশিয়া কাপ আয়োজনের মধ্যে ঝুলে আছে খেলোয়াড়দের রুটি-রুজির ভাগ্য। অনিশ্চিত ঘরোয়া লিগ।
প্রিমিয়ার লিগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সিনিয়র সহ-সভাপতি খাজা রহমতুল্লাহ জানলেন, ‘এশিয়া কাপের পরেই এই প্রিমিয়ার লিগ হবে। অক্টোবরের আগে কোনো ঘরোয়া লিগ নয়।’

তবে ঠিক কবে থেকে এই লিগ শুরু হবে তাও নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

বলবেন কি করে? দেশের হকি ফেডারেশনের পুরো বছরের কার্যক্রমের কোনো পঞ্জিকা নেই। তবে কয়েকদিন আগেও এ বিষয় নিয়ে ফেডারেশনে ইসি মিটিং হয়েছে। তাতেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা।

এছাড়া জুনে শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ। জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালা অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে থেকে প্রচারণার কাজ চালাতে পারবেন প্রার্থীরা। সেই হিসেবে এপ্রিল থেকে শুরু হবে নির্বাচন নিয়ে দৌড়াদৌড়ি। যদিও ফেডারেশনে এখন নির্বাচন আর এশিয়া কাপেরই আলোচনা চলছে।

এরপরেই অক্টোবরের ১৪-২২ তারিখ (সম্ভাব্য) এশিয়া কাপের আয়োজন চলবে। ৩২ বছর পর এত বড় আয়োজনের প্রস্তুতিও শুরু হবে সেপ্টেম্বরে। এর মাঝে কোনো ফাঁক-ফোকরের লেশমাত্রটি নেই।

তাছাড়া সেপ্টেম্বরের শুরুতে ইউরোপের দেশগুলোতে ক্যাম্পেইন করতে যাবে জিমি-চয়নরা। প্রথম ধাপে ১৬ জন ও পরের পর্বে ১২ জনকে পাঠাবে বাহফে। তবে কোন দেশের কোন ক্লাবে পাঠানো হবে তা এখনো নিশ্চিত করা যায়নি। পুরো প্রস্তুতি এশিয়া কাপকে ঘিরেই।

তাছাড়া নির্বাচনের আগে ফেডারেশনের আপাতত পরিকল্পনা জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং উপজাতি বা নারী হকি টুর্নামেন্ট নিয়ে। জাতীয় চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় পর্বের আগে; কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা ক্যাম্পে থাকায় সম্ভব হয়নি। ২৮ মার্চ ফেডারেশনের সভা আছে। ওই সভার পরই নিশ্চিত হওয়া যাবে প্রিমিয়ার লিগের ভাগ্যে কি আছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।