২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

এলাকার সকল ধরণের উন্নয়ন কাজের ক্ষেত্রে চকরিয়া সমিতির মতামতই প্রাধান্য দেয়া হবে

ডকক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, এলাকার যেকোন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ডের ক্ষেত্রে চকরিয়া সমিতি-চট্টগ্রাম এর মতামত ও পরামর্শ যথাযথভাবে প্রাধান্য দেয়া হবে। কারন চট্টগ্রামস্থ চকরিয়া সমিতি সবসময় এলাকার সার্বিক মঙ্গল প্রত্যাশী। প্রতিষ্ঠা লগ্ন থেকে সমিতির সার্বিক কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, চকরিয়া সমিতির মতো এ ধরণের সামাজিক সংগঠন আছে বলেই জীবন-জীবিকার তাগিদে হাজারো চকরিয়াবাসি ব্যস্ততম নগরী চট্টগ্রামে বসবাস করে একত্রে মিলিত হতে পেরেছে। রোববার (১৮জুন) বন্দর নগরী চট্টগ্রামের স্মরণিকা কমিউনিটি সেন্টারে সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি সমিতির যেকোন ধরণের কর্মকান্ডে তাঁর অবস্থান থেকে সর্বপ্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
সংগঠনের সভাপতি সেতারা গাফফার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.হামিদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সাইয়্যেদ মোঃ আবু নোমান, সমিতির প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার হোছাইন কন্ট্রাক্টর, সমিতির সদস্য কক্সবাজার জেলা পরিষদের লায়ন কমর উদ্দিন আহামদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া সমিতির সহ-সভাপতি ড. মোঃ সানা উল্লাহ্্, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ্, পেকুয়া উপজেলা পরিষদের চেযারম্যান শাফায়েত আজিজ রাজু, চকরিয়া বায়তুশ শরফ মসজিদের খতিব হাফেজ বশির আহামদ প্রমুখ। অনুষ্ঠানে সমিতির সকল সদস্য, চকরিয়া উপজেলার বিশিষ্টজন, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, আইনজীবি, শিক্ষক, পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।