
বাড়ি নির্মানের জন্য টাকা পেলেন টেকনাফ বাহারছড়ার জমিলা বেগম। সোমবার বিকেলে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি জমিলাকে বাড়ি নির্মানের জন্য ৫০ হাজার টাকা দেন। পরবর্তীতে আরো সহযোগিতার আশ্বাস দেন।
গত ১১ মার্চ টেকনাফ বাহারছড়ার শামলাপুর বাজারে গুরুতর অসুস্থ জমিলাকে এমপি বদি নিজের অর্থায়নে আল ফুয়াদ হাসপাতালে অপারেশন করে ১৭ কেজি টিউমার বের করে ডাক্তাররা।
এর পরে সুস্থ হয়ে বর্তমানে জমিলা নিজের বাবার বাড়িতে আছেন। কিন্তু তার নিজের থাকার কোন বাড়ি ছিল না। সে কথা শুনে এমপি বদি বাড়ি নির্মানের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এমপি বদি সোমবার জমিলার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
বাহারছড়ার ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন জানান, দীর্ঘদিন জমিলা টিউমার নিয়ে অনেক কষ্ট পেয়েছে। তিনি এমপি বদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জমিলা জানান, এমপি বদি আমাকে সুস্থ করার জন্য চিকিৎসা ভার বহন করেছেন তার জন্য এমপি বদির কাছে চির কৃতজ্ঞ থাকব। তিনি মহান আল্লাহর কাছে এমপি বদির সুস্বাস্থ্য কামনা করেন।
এমপি বদি জানান, গরীব-দুঃখী মানুষকে সাথে নিয়েই আমার রাজনীতি। তিনি বাকী জীবনটা এই অসহায় মানুষের পাশে থাকতে চান।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।