৩১ ডিসেম্বর, ২০২৫ | ১৬ পৌষ, ১৪৩২ | ১০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর

এমপি বদিকে নিয়ে ছেলে শাওনের অাবেগঘন স্ট্যাটাস

received_1825577804367119
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটা হুবুহু তুলে ধরা হলঃ

আবদুর রহমান বদি। উখিয়া-টেকনাফ আসন থেকে নির্বাচিত ২ বারের সংসদ সদস্য। এর আগে ছিলেন টেকনাফ পৌরসভার মেয়র। জনগন যাকে যখনই সুযোগ পেয়েছে তখনই তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। তার ফলশ্রুতিতে এমপি বদি কোনদিন জনগনের সাথে বেইমানি করেননি। জনগনের কাছে তিনি শাসক হিসেবে আবির্ভূত হননি। ছিলেন সেবক হিসেবে। তাই তাদের সেবায় নিজেকে করেছেন আত্ননিয়োগ।
received_1825578087700424
জনগনের একটি টাকা আত্নসাত করেছেন বা কারো কাছে অনৈতিক সুবিধা নিয়েছেন এমন প্রমান কেউ দিতে পারবে না। যতদিন সুযোগ পেয়েছেন ততদিন ছিলেন জনগনের পাশে। ওনি কখনো নিজেকে এমপি হিসেবে জাহির করতেন না। তার কাছে সবাই পেয়েছে সমান সুযোগ। অনেক ক্ষেত্রে তিনি সমাজের উচ্চ শ্রেনীর মানুষের চেয়ে গরীব-দুঃখীরাই ছিল ওনার আপনজন। তাই তিনি আজ বিরাগভাজন হয়েছেন সমাজের কিছু উচ্চ শ্রেনীর মানুষের কাছে। অনেকের অন্যায় আবদার রক্ষা না করায় তার বিরুদ্ধে বিনিয়োগ করছেন কোটি কোটি টাকা। আর বিভিন্ন মিডিয়ার কাছে তাকে বানিয়েছেন ইয়াবা ব্যবসায়ী, মানবপাচারকারী সহ আরো অনেক কিছু। তবুও তিনি সুযোগ থাকা সত্ত্বেও ওনার বিরুদ্ধে আচরনকারীদের কোন দিন হয়রানী করেননি। আজকের দিনে সেটাই মনে হচ্ছে অপরাধ।
তবুও কবির ভাষায় বলব…
“আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাধিঁ তার ঘর
আপন করিতে কাদিঁয়া বেড়ায় যে মোরে করেছে পর”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।