২৪ আগস্ট, ২০২৫ | ৯ ভাদ্র, ১৪৩২ | ২৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

এমপি কমল এর নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল আত্মমানবতার সেবায় নেপাল

download
কক্সবাজার- ০৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল আর্তমানবতার সেবায় ১৯ সদস্যের একটি মেডিকেল টিম নিয়ে শনিবার (২৪ মে) নেপাল গমন করছেন। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হিমালয়ের পাদদেশে দূর্গম এলাকার জনগনের মাঝে তারা চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধপত্র, খাদ্য সমাগ্রী ও আর্থিক সহযোগীতা দিবেন বলে জানা গেছে।

উল্লেখ্য গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তীতে উপর্যপুরি কয়েকবার ভূমিকম্প হয়। এতে নেপালের সর্বত্র ধ্বংসস্তুপে পরিনত হয়। দশ হাজারের অধিক নিহত হয় এবং লক্ষাধিক লোক আহত হয়। এখনও চারদিকে খাদ্য, পানি ও বস্ত্র সংকটের মধ্যে আছে নেপালিরা। লক্ষ লক্ষ লোক এখনও তাঁবুতে বসবাস করছে। অতঃপর কক্সবাজারের (সদর-রামু) আসনের সংসদ সদস্য কমলের নেতৃত্বে কক্সবাজারবাসী সর্বহারা নেপালীদের সহযোগীতায় এগিয়ে আসেন। কক্সবাজারবাসী এম.পি কমলের হাতে তুলে দেয় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ।

১৯ সদস্যের টিমে ডাক্তার, রাজনীতিবীদ, সমাজসেবক ও ছাত্রনেতারা রয়েছেন। টিমের সদস্যবৃন্দ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম.পি, ডাক্তার নিকোলাস বিপুল হালদার, নূরুল আমিন কোম্পানী চেয়ারম্যান, অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সজল বড়–য়া, সেলিম মোর্শেদ ফরাজী, জামাল উদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, রস্তম আলী চৌধুরী, ইফতেকার উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, মিজানুর রহমান, আবু বক্কর সিদ্দিক, জাহেদ সরওয়ার সোহেল, তৌফিকুল ইসলাম লিপু, মোর্শেদুল আলম, সফিকুল ইসলাম প্রমূখ। তারা সবাই স্ব-উদ্যেগে নিজ খরচে নেপাল যাচ্ছেন।

উল্লেখ্য দূর্যোগ দূর্দিনে সাইমুম সরওয়ার কমল মানুষের পাশে ছিলেন। ২০০৪ সালের ভয়াবহ বন্যার সময় এম.পি কমল এক বিশাল দল নিয়ে উত্তরবঙ্গে দূর্গতদের পাশে দাঁড়ান। ২০০৭ সালে ভয়াবহ সিডরে আক্রান্ত বাগেরহাটের শরণখোলায় গিয়ে কমল কক্সবাজারবাসীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাছাড়া ১৯৯১ সালের ঘূর্নিঝড়, ২০০৯ সালের বন্যা, ২০১২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যা ও ২০১৩ সালের বন্যার সময় কমলের নেতৃত্বে বিশাল দলের দূর্গতদের সেবা প্রদান জেলাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।