১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

এবার লোহাগাড়ায় ডেঙ্গু রোগের হানাঃ ৭ মাসের শিশু সিয়াম আক্রান্ত

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়ায় সাত মাসের শিশু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশনস্হ প্রাইভেট হাসপাতাল লোহাগাড়া মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

ডেঙ্গু রোগে আক্রান্ত সিয়াম বিন ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ডামির ঘোনা বানুর বাপের বাড়ি এলাকার ওমর ফারুকে ছেলে।
ডেঙ্গু রোগে আক্রান্ত সিয়ামের মা ফাতেমা বেগম বলেন, গত কয়েক ধরে সিয়ামের প্রচুর জ্বর হয়। গত বৃহস্পতিবার ডা: শাহ আলমকে দেখালে তিনি ডেঙ্গু পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরিমর্শ দেন। পরীক্ষায় ডেঙ্গু রোগ সনাক্ত হয়। এখন সে ভাল আছে বলেও জানা তিনি।
লোহাগাড়া মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজার মো: সাকিব হাসান বলেন, সিয়ামের ডেঙ্গু রোগ আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা চলছে।
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আতাউল করিম আরবি চিকিৎসার খোঁজ খবর নেন বলে হাসপাতাল সুত্রে জানা যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ হানিফ বলেন, প্রাইভেট হাসপাতালে ডেঙ্গু রোগীর সন্ধান পেয়ে হাসপাতালের একটি টিম রোগীর খোঁজ খবর নেন। প্রাথমিক ভাবে ডেঙ্গু রোগ সনাক্ত হল। লোহাগাড়ায় এটিই প্রথম ডেঙ্গু রোগী। রোগী মোটামোটি সুস্থ আছেন বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।