
জনপ্রিয় অভিনেতা ও পরিচালক বাপ্পারাজকে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালক সমিতিকে হেয় করে কথা বলার অভিযোগে রোববার (১৪ মে) পরিচালক সমিতি থেকে এই নোটিশ ইস্যু করা হয়।
নোটিশে বাপ্পারাজকে বলা হয়, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনি পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করে দৈনিক কালেরকন্ঠ’সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় যে সাক্ষাৎকার প্রদান করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে, উল্লেখিত সাক্ষাৎকারে আপনি সমিতিকে হেয় প্রতিপন্ন এবং সমিতির শৃঙ্খলা ভঙ্গ করেছন। সমিতিকে হেয় প্রতিপন্ন করে আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সে বিষয়ে আপনি গণমাধ্যমে অদ্যবধি কোনো প্রতিবাদলিপি প্রেরণ করেননি বা দুঃখ প্রকাশও করেননি। তাই সমিতি মনে করে আপনার সাক্ষাৎকারের বক্তব্যের বিষয়টি আপনি ইচ্ছাকৃতভাবে প্রদান করেছেন।
এমতাবস্থায় গঠনতন্ত্রের ৫ (ক) ধারা মোতাবেক কেন আপনার সদস্যপদ বাতিল করা হবে না পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে উল্লেখিত বিষয়ে সমিতি বরাবর সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী।
পরিচালক সমিতির এই নোটিশ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, আমি নোটিশ পেয়েছি এবং যথাযথ উত্তরও পাঠিয়েছি। সময় হলে সব জানানো হবে।
প্রসঙ্গত, কিছু দিন আগে সুপারস্টার শাকিব খান একটি জাতীয় দৈনেকের সাক্ষাৎকারে পরিচালকদের বেকার বলার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলো পরিচালক সমিতি। এরপর শাকিব দুঃখপ্রকাশ করায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। এই প্রসঙ্গটি নিয়েই বাপ্পারাজ গণমাধ্যমের সাক্ষাৎকারে শাকিবের পক্ষ হয়ে কথা বলায় পরিচালক সমিতি এই ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
এদিকে ‘রংবাজ’ নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালক সদস্যপদ বাতিল করার পর এখনো সেই সিদ্ধান্ত বহাল রেখেছে সমিতি। এছাড়া প্রযোজকের অভিযোগের ভিত্তিকে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধেও সম্প্রতি একটি নোটিশ পাঠিয়েছে পরিচালক সমিতি।
পরিচালক সমিতির সাম্প্রতিক এসব কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে যে, ইন্ডাস্ট্রির শিল্পীদের ব্যাপারে পরিচালক সমিতি যথেষ্ট সোচ্চার। কিন্তু দেশিয় চলচ্চিত্রের উন্নয়ন কিংবা দেশে অবাধে বিদেশী ছবির মুক্তির প্রসঙ্গে এই সমিতির কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে সিনেমাপাড়ায় নানা ধরণের প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। সিনেমা বিশ্লেষকরা বলছেন, শিল্পীদের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি পরিচালক সমিতির মূল দায়িত্বগুলোও ঠিকঠাকভাবে পালন করা উচিৎ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।