৫ জানুয়ারি, ২০২৬ | ২১ পৌষ, ১৪৩২ | ১৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

এবার টেকনাফে সিএনজি থেকে ৭ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা 

নিজস্ব প্রতিবেদক:

ফের অপহরণ আতংকে টেকনাফ। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফ সীমান্ত পরিদর্শনের সময় ১৭ জনকে অপহরণের পরেরদিন টেকনাফ থেকে আরও ৭ জনকে অপহরণের খবর পাওয়া গেছে।

টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে পাহাড়ী ঢালা পার হওয়ার সময় দুইটি সিএনজির চালকসহ ৭ জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ করছেন স্থানীয়রা। তবে অপহৃত ৭ জনের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সাড়ে ৭ টার দিকে টেকনাফের হোয়াইক্যং -শামলাপুর সড়কে এ ঘটনা ঘটে।

শামলাপুর সিএনজি অটোরিকশার লাইনম্যান আব্দুর রহিম জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টার দিকে হোয়াইক্যং থেকে আসা শামলাপুরগামী দু’টি সিএনজি (অটোরিকশা) হোয়াইক্যং-শামলাপুর সড়কের ঢালা থেকে ডাকাতদলের সদস্যরা সিএনজি চালকসহ আনুমানিক ৭ জনকে অপহরণ করেছে বলে জানা গেছে। ডাকাতদল সিএনজি ( অটোরিকশা’র) দুটির গ্লাস ভেঙে দেয়।

অপরদিকে (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে রোহিঙ্গা ও স্থানীয় শ্রমিকসহ ১৭ জন অপহরণের শিকার হয়েছেন।এখনো তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত সবার কাছ থেকে ১ লাখ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন অপহৃতদের পরিবার। এছাড়াও একইদিন রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার মুদির দোকানদার জসিম উদ্দিনকে ২০-২৫ জনের অস্ত্রধারী ডাকাতদল তার দোকান থেকে অস্ত্রের মুখে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শোভন কুমার শাহা বলেন, ”হোয়াইক্যং- শামলাপুর সড়কে দুইটি সিএনজি (অটোরিকশা) থেকে চালকসহ যাত্রী অপহরণের ঘটনা শুনে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। কতজনকে অপহরণ করা হয়েছে সেটার সঠিক তথ্য এখনো জানা যায়নি।তবে ঘটনাস্থল থেকে সিএনজি দুইটি উদ্ধার করা হয়েছে।”

এদিকে সকাল থেকে পুলিশ, র‍্যাব ও বনবিভাগের কর্মীরাসহ হ্নীলার রঙ্গিখালী হয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।