১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২ | ১৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

উৎসবমুখর পরিবেশে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে তরুণ সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর দ্বি—বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৩ পর্যন্ত একটানা কক্সবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫১ জন ভোটারের মধ্যে ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তারমধ্যে বাতিল হয়েছে ২টি ভোট।

ভোট গ্রহণ শেষে বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইমরুল কায়েস চৌধুরী, নির্বাচন কমিশন সদস্য মোহাম্মদ জুনায়েদ, আহসান সুমন, সুজাউদ্দিন রুবেল ও এম.এ আজিজ রাসেল।

ঘোষিত ফলাফলে সবোর্চ্চ ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ,এম নজরুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এহসান আল কুতুবী।
সহ সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বলরাম দাশ অনুপম ১৫ ও মিজানুর রহমান ০৭ ভোট পেয়েছেন।

সর্বোচ্চ ৩৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওসমান গণি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম বাদশা ০৮ ও সাইফুল ইসলাম ০৫ ভোট পেয়েছেন।
৩০ ভোট পেয়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সানজীদুল আলম সজীব। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অন্তর দে বিশাল পেয়েছেন ১৮ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে নির্বাচিত সাকিবুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন রাব্বানী পেয়েছেন ২১ ভোট।
নির্বাহী সদস্য পদে ইব্রাহিম আজাদ বাবু ৩৬, মো. নুরুল হোসাইন ৩১ ও মিজবাহ উদ্দিন ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আদনান শরীফ ২২ ও মো. শাহ ফরহাদ সোহাগ ১৮ ভোট পেয়েছেন।
এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক তারেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মরিয়ম আক্তার নুপুর, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আশরাফুল হাসান রিশাদ, পাঠাগার ও আপ্যায়ন সম্পাদক পদে ফয়সাল রিয়াদ, নারী বিষয়ক সম্পাদক পদে জেসমিন আক্তার জেসিয়া ও দপ্তর সম্পাদক পদে অজিত কুমার দাশ হিমু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে নির্বাচনকে ঘিরে কক্সবাজার প্রেস ক্লাবে উৎসবের আমেজ বিরাজ করে। প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও প্লে কার্ডে বর্ণিল হয়ে উঠে ভোট কেন্দ্র। সকাল থেকে শত ব্যস্ততার মাঝেও ভোট দিতে কেন্দ্রে ছুঁটে আসেন তরুণ সাংবাদিক ভোটারেরা। বেলা বাড়ার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে ভোটারের লাইন দীর্ঘ হতে থাকে। ভোটগ্রহণ পর্যবেক্ষণে সিনিয়র সাংবাদিকেরাও প্রেস ক্লাব প্রাঙ্গণে ভীড় করেন। এসময় নবীন—প্রবীণ সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় ভোট কেন্দ্র। আর তাতে রচিত হয় ভাতৃত্বের সেতুবন্ধন।
সকালে নির্বাচন পর্যবেক্ষণে আসেন কক্সবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক হিমছড়ির বার্তা প্রধান হুমায়ুন সিকদার, সিবিএন’র বার্তা সম্পাদক ইমাম খাইর ও চীফ রিপোর্টার শাহেদ মিজান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।