
মহান অান্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে উত্তর হারবাং অাল্লামা সৈয়দুল অামিন এডুকেশন সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া,সাংস্কৃতিক,অালোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্টান অাজ স্কুল মাঠে সম্পন্ন হয়েছে।এ উপলক্ষ্যে প্রতিষ্টানের পরিচালক সমাজসেবক রবিউল ইসলাম তারেকের সভাপতিত্বে শিক্ষক জোবাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অাজিজনগরের কৃতি সন্তান চট্রগ্রাম ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক অাহামদ,গেষ্ট অব অনার ছিলেন নমাজ পরিচালনা কমিটির সভাপতি রাজনীতিবিদ মাসুদ রানা,প্রধান অালোচক হিসেবে উপস্হিত ছিলেন বান্দরবান জেলা কৃষকলীগের প্রভাবশালী সদস্য নাজিম উদ্দীন রানা,উদ্বোধক ছিলেন মেঘনা গ্রুপের রিজিওন্যাল ম্যানেজার মশিউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তরুন উদ্যোক্তা এম,এন অাবছার,এমিটি গ্রুপের এম,ডি নুরুল কবির,এ্যাডঃইসমাইল,সাংবাদিক ইসমাইল,ইউ-পি সদস্য ইসমাইল ডাঃ মোরশেদ অালম সরকার প্রমুখ।
প্রধান অতিথি মোস্তাক অাহামদ বলেন শিক্ষা সমাজ পরিবর্তনের হাতিয়ার।অার শিক্ষা প্রতিষ্টানই পারে সমাজের চেহারা পাল্টে দিতে।অামি অত্র এলাকার সন্তান অামি দেখেছি কিভাবে অাজ থেকে বছর দশেক অাগের এই অজ পাড়া গা একদল উদ্যমি তরুন অার মুরব্বীদের সাহসী ভূমিকায় সমাজের পুরো চিত্রটাই বদলে ফেলেছে।অামি এ মহৎ কাজে অংশগ্রহনকারি সকলকে সাধুবাদ জানাই ইনশাল্লাহ অাপনাদের এ ভালো কাজ নাজাতের উছিলা হবে বলে অামি মনে করি।অাপনাদের এ ভালোকাজে অামার সর্বাত্বক সহযোগিতা থাকবে।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।