৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২ | ৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

উখিয়া তেলিপাড়ায় মাটি ধ্বসে ১ জন নিহত, আহত ৭

রিদুয়ানুর রহমান ও এস.ডি রায়হান, ঘটনাস্থল থেকে: উখিয়া রত্নাপালং ৭নং ওয়ার্ডস্থ তেলিপাড়ায় পুকুরের গ্রেড ওয়াল নির্মানকালে মাটি ধ্বসে ঘটনাস্থলে শাহজাহান(২২) নামের এক জন নিহত হয়েছেন দাবী স্থানীয়দের। এবং ৭জন আহত হয়েছেন। আহত ৭ জন এ রিপোর্ট লেখা পর্যন্ত ভালো আছেন বলে জানা গেছে।

নিহত শাহজাহান আহত ৭ জনের মধ্যে রশিদ আহমদের পুত্র। তাৎক্ষণিক ঘটনাস্থলে উখিয়া ফায়ার সার্ভিস সিভিল টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ১ জনকে নিহত এবং বাকী ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।

আহত রশিদ আহমদ (৫৫), ছৈয়দ আহমদ (৪০), শফি(৪০), শাহ আলম(১৮) আরিফ (৩০), নুরুল আলম (৩৫) ও আব্দুল্লাহ(৩০) ৭ জনভ তেলিপাড়ার স্থানীয় বাসিন্দা। তারা মাঝি সফিউল আলমের শ্রমিক বলে জানান শফিউল আলম নিজে।

শনিবার (১১ এপ্রিল) ৪টায় তেলিপাড়া বায়তুন নুর হাকীম আলী চৌধুরী জামে মসজিদের পুকুরের গ্রেড ওয়াল নির্মাণকালে এ দূর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া থানা ওসি মর্জিনা আক্তার মর্জু, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী উপস্থিত হন।

ইউএনও নিকারুজ্জামান জানান, গ্রেড ওয়াল নির্মাণে ৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। ১ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং বাকি ৭ জন তাদের বাড়িতে চলে গেছেন। হাসপাতালে প্রেরণ করা ব্যক্তির সর্বশেষ অবস্থা পরে জেনে জানানো হবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।