১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

উখিয়া তেলিপাড়ায় মাটি ধ্বসে ১ জন নিহত, আহত ৭

রিদুয়ানুর রহমান ও এস.ডি রায়হান, ঘটনাস্থল থেকে: উখিয়া রত্নাপালং ৭নং ওয়ার্ডস্থ তেলিপাড়ায় পুকুরের গ্রেড ওয়াল নির্মানকালে মাটি ধ্বসে ঘটনাস্থলে শাহজাহান(২২) নামের এক জন নিহত হয়েছেন দাবী স্থানীয়দের। এবং ৭জন আহত হয়েছেন। আহত ৭ জন এ রিপোর্ট লেখা পর্যন্ত ভালো আছেন বলে জানা গেছে।

নিহত শাহজাহান আহত ৭ জনের মধ্যে রশিদ আহমদের পুত্র। তাৎক্ষণিক ঘটনাস্থলে উখিয়া ফায়ার সার্ভিস সিভিল টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ১ জনকে নিহত এবং বাকী ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।

আহত রশিদ আহমদ (৫৫), ছৈয়দ আহমদ (৪০), শফি(৪০), শাহ আলম(১৮) আরিফ (৩০), নুরুল আলম (৩৫) ও আব্দুল্লাহ(৩০) ৭ জনভ তেলিপাড়ার স্থানীয় বাসিন্দা। তারা মাঝি সফিউল আলমের শ্রমিক বলে জানান শফিউল আলম নিজে।

শনিবার (১১ এপ্রিল) ৪টায় তেলিপাড়া বায়তুন নুর হাকীম আলী চৌধুরী জামে মসজিদের পুকুরের গ্রেড ওয়াল নির্মাণকালে এ দূর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া থানা ওসি মর্জিনা আক্তার মর্জু, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী উপস্থিত হন।

ইউএনও নিকারুজ্জামান জানান, গ্রেড ওয়াল নির্মাণে ৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। ১ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং বাকি ৭ জন তাদের বাড়িতে চলে গেছেন। হাসপাতালে প্রেরণ করা ব্যক্তির সর্বশেষ অবস্থা পরে জেনে জানানো হবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।