
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি উখিয়া-টেকনাফের জনগনকে স্যালুট জানিয়েছেন। আজকে তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, উখিয়া-টেকনাফের জনগন আমাকে দুইবার তাদের মূল্যবান ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে। চেষ্টা করেছি তাদের মহা মূল্যবান ভোটের মর্যাদা দেয়ার। সুখে-দুঃখে, বিপদে-আপদে, উন্নয়নে পাশে থাকার চেষ্টা করেছি। জনগনই আমাকে সম্মান দিয়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তাই স্যালুট জানাই উখিয়া-টেকনাফের সর্ব-স্তরের জনসাধারনকে। আর দোয়া ও সমর্থন চাই যাতে বাকী জীবনেও তাদের পাশে থাকতে পারি।
উল্লেখ্য, আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করেন। পরেরবার ২০১৪ সালে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী তাহা ইয়াহিয়াকে পরাজিত ২য় বারের মত সাংসদ হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হয়ে তিনি গরীব-দুঃখী মানুষের পাশে থেকে তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছেন। সেই সাথে অবহেলিত উখিয়া-টেকনাফে উন্নয়নের নব-দিগন্ত উন্মোচন করেছেন। শত আলোচনা-সমালোচনা সত্ত্বেও তিনি মানু্ষের পাশে থেকেছেন।
এমপি বদির স্ট্যাটাসে প্রায় ৫০ জনের উপর ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন।
মোঃ ফারুক খান নামে একজন লিখেছেন, আমরা ও ধন্য আপনার মত একজন জনদরদী এম.পি পেয়ে। আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যান,, আমরা আছি আপনার সাথে। জাকের হোসাইন নামে একজন লিখেছেন, আমরা ও ধন্য আপনার মত একজন জনদরদী এম.পি পেয়ে। আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যান,, আমরা আছি আপনার সাথে। সেলিম ওয়াজেদ নামে একজন লিখেছেন, আপনাকে স্যালুট আপনি দেশের মানিক গরীবের বন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সৈনিক।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।