১৫ অক্টোবর, ২০২৫ | ৩০ আশ্বিন, ১৪৩২ | ২২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

উখিয়া কৃষকলীগের সম্মেলন ২৪ মার্চ

বাংলাদেশ কৃষকলীগ উখিয়া উপজেলা শাখার দীর্ঘপ্রতিক্ষীত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ মার্চ। কৃষকলীগের এ সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ মার্চ। কৃষকলীগের এ সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দীর্ঘ ৫ বছর পর কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় সস্মেলনকে সফল ও স্বার্থক করে তোলার জন্য চলছে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি।
উপজেলা কৃষকলীগের বর্ষীয়ান আহ্বায়ক কাজী আকতার উদ্দিন টুনুর বলিষ্ট নেতৃত্বে দীর্ঘ ৫ বছর ধরে উপজেলা কৃষকলীগের কার্যক্রম ছিল চোখে পড়ার মত। কেন্দ্রীয় যেকোন কর্মসূচীর আলোকে কৃষকলীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেলেও একটি পূর্ণাঙ্গ কমিটির অভাব জনিত কারণে নেতাকর্মীরা ছিল অস্বস্তিতে। আগামীকালের সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে পোষ্টার ব্যানারে ছেঁয়ে গেছে উখিয়ার গুরুত্বপূর্ণ জনপদ।
উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটিসূত্রে জানা গেছে, ২৪ মার্চ মঙ্গলবার বিকাল ২ টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. একে আহমদ হোছাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উখিয়া উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী , সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চকিরয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন,
ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করবেন উখিয়া উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কাজী আকতার উদ্দিন টুনু। সম্মেলনকে কেন্দ্র করে উখিয়ায় সাজ সাজ রব পড়েছে। জানতে চাওয়া হলে উপজেলা কৃষকলীগের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী তাসহিদ চৌধুরী ছোটন ও সাংবাদিক মোসলেহ উদ্দিন জানান, ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।