৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

উখিয়ায় ৩ সন্তানের জননী উধাও

উখিয়ায় পরকীয়া প্রেমে আসক্ত হয়ে ৩ সন্তানের জননী প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গত  শুক্রবার রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, জুম্মাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবদুল মাজেদের পুত্র আবুল হোসেন (৩৮) সোনালী হ্যাচারীতে চাকুরীর করার সুবাদে তার স্ত্রী আরেফা বেগম প্রকাশ আরেফা (২৮) স্বামীর অগোচরে একই ইউনিয়নের ইমামের ডেইল গ্রামের বাসিন্দা মৃত লাল মোহাম্মদের পুত্র বেলাল উদ্দিন (২২) এর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তারই সুবাদে গত ১৫ মে শুক্রবার রাতের অন্ধকারে আরেফা বেগম গর্ভজাত ৩ অবুঝ শিশু সন্তান রেখে বেলালের হাত ধরে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় বাড়িতে থাকা নগদ ২ লক্ষ টাকা, ২ ভরী স্বর্ণালংকার ও মুল্যবান কাপড়-চোপড় নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। আবুল হোসেন সাংবাদিকদের জানান, তিনি হ্যাচারীতে চাকুরী করার সুবাদে দীর্ঘদিন থেকে তার স্ত্রী বেলালের সাথে গোপনে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, তার ২ ছেলে আবদুল মানিক (৮), সাজ্জাদ হোছাইন রামিম (৪) ও ১ মেয়ে পপি আকতার (৬) কে ঘুমের মধ্যে রেখে বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। আরেফা বেগম পালিয়ে যাওয়ার কারণে তার ৩ অবুঝ শিশু সন্তান খেয়ে না খেয়ে মায়ের জন্য আহাজারী করছে। স্থানীয় বাসিন্দা ফরিদ আহমদ সওদাগর জানান, আমার ভাগিনা চাকুরী করার সুবাদে আরেফা বেগম অবৈধ পরকীয়া প্রেমে জড়িয়ে পালিয়ে যাওয়ার কারণে ৩ শিশু সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে আবুল হোসেন জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।