
প্রসাশন,শিক্ষাসহ বিভিন্ন ক্যাটাগরিতে সুপারিশকৃত ৩৫ তম বিসিএস ক্যাডারদের মিলনমেলায় পরিনত হয়েছিল উখিয়া। শনিবার বিকেলে নুর হোটেলের দ্বিতীয় তলায় উখিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সাস্কৃতিক সংগঠন ডি সাইড ক্লাব ৩৫ তম বিসিএসে সুপারিশকৃত ৩০ জন অফিসারদের জন্য অন্যরকম এক সর্ম্বধনার আয়োজন করে সবাইকে তাক লাগিয়ে দেয়।।প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ঢাকা ফেরার পথে ডি-সাইড ক্লাবের এ আয়োজন সর্বমহলে ব্যাপক প্রসাংশা কুড়ায়। তাদের এ আয়োজনে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উখিয়াস্থ মানবজমিনের ষ্টাফ রিপোর্টার সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, মাহমুদুল হক মামুন।শুভেচ্ছা বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন,ডি সাইড ক্লাবের এ আয়োজন স্বরনীয় হয়ে থাকবে।কারন একসাথে ৩০ জন বিসিএস অফিসার পাওয়া কঠিন।তারা দেশের কোন না কোন জায়গায় অফিসার হিসেবে কর্মরত থাকবে আগামী। তাই এ সম্বর্ধনা তাদের স্মৃতিতে অম্লান হযে থাকবে। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে সুরারিশকৃত বিসিএস ক্যাডারদের মধ্যে উপস্থিত ছিলেন যথাত্রুমে জিসান,আরিফ,মিজানুর,রাশেদা বেগম,মাসুমা বেগম,বিধান,ইব্রাহিম খলিল,আরিফ রহমান,পনব,মাহমুদুল,রবিউল,আবু হেনা,হেদায়েত,শাওন,ওমর খালেদ,ওবাইদুল হক জুয়েল,কামরুল,সাদী,নুরুল ইসলাম, সাইফুল ইসলাম,জীবন, আলা উদ্দিন,কায়সার,বন্যা, মুজাহিদ সহ ৩০ জন অফিসার। ডি সাইড ক্লাবের সভাপতি ইউনুচ সরওয়ার জানান,তারা ৩০ জন বিসিএস অফিসারকে একসাথে সম্বর্ধিত করতে পেরে গর্বীত।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।