২৯ আগস্ট, ২০২৫ | ১৪ ভাদ্র, ১৪৩২ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

উখিয়ায় ১২০০ পরিবারের হাতে ইউপি সদস্য সালাহ উদ্দিনের ঈদ উপহার

এম এ রাহাত, উখিয়া :

উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাহ উদ্দিনের ব্যক্তিগত তহবিল থেকে ১২০০ হতদরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। শুক্রবার সকাল ৮ ঘটিকা হইতে সামাজিক দুরত্ব মেনে বিতরণ কার্যক্রম শুরু হয়।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউন করা হয়েছে বাংলাদেশের প্রায় সবকটি জেলা। উখিয়া উপজেলাও এর বাইরে নই। করোনা বিস্তার ঠেকাতে উখিয়ায় চলছে লকডাউন। লকডাউন অবস্থায় বিভিন্ন পেশার মানুষ যখন ঘরবন্দী হয়ে জীবন যাপন করতেছে মধ্যবিত্ত পরিবার গুলো বলতে পারছে না তাদের কষ্টের কথা। ঠিক সে সময়ে উপহার সামগ্রী নিয়ে হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন ইউপি সদস্য সালাহ উদ্দিন।

ইউপি সদস্য সালাহ উদ্দিন বলেন,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউন করা হয়েছে উখিয়া উপজেলাও। কর্মজীবী মানুষ বের হতে না পারায় তারা কর্মহীন হয়ে পড়েছে। যার কারণে তারা এখন অসহায়। তাই তাদের খাদ্য বস্ত্রের টানাপোড়ন অবস্থায় আমি আমার সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র।

প্রতি বছর ঈদের আগেই আমি হতদরিদ্র মানুষগুলোর খোজ নিই। কিন্তু এবার ঈদ যেহেতু লকডাউনে কাটবে সবার। এ দৃষ্টিকোণ থেকে এই বছর হতদরিদ্র ও মধ্যবিত্ত সহ ১২০০ পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আল্লাহর রহমতে আজ বাস্তবায়ন করতে সক্ষম হয়ছি।

উল্লেখ্য তিনি এর আগেও করোনা পরিস্থিতিতে ২৩০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ভাবে অসহায় হতদরিদ্র মানুষের পাশে ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।