২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

উখিয়ায় সাগরে জলদস্যুদের তান্ডব: আহত-৬

index

কক্সবাজারের উখিয়া উপকূলের অদুরে সমুদ্রে সশস্ত্র জলদস্যুরা তান্ডব চালিয়ে একটি ফিশিং বোট লুটপাঠ করে মাঝি মাল¬াদের গুরুতর আহত অবস্থায় হাত-পা বেঁেধ সাগরে ভাসিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জেলে ছৈয়দ আলম মাঝি সাগরে মাছ ধরে কূলে ফেরার পথে রোববার সকাল ৭ টার দিকে উখিয়ার মনখালী উপকূলের অদুরে সাগরে জলদস্যুরা এ তান্ডব চালায়। জলদস্যুরা ফিশিং বোটের ইঞ্জিন, মাছ ধরার জাল, আহরিত মাছ সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। জলদস্যুদের প্রহারে আহত ৬ মাঝি মাল¬াহ গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জান গেছে।
উখিয়া থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া গ্রামের ফরিদ আলমের মালিকানাধীন একটি ফিশিং বোট শুক্রবার সন্ধ্যায় সাগরে মাছ শিকার করতে যায়। ফিশিং বোটের মালিক ফরিদ আলম বলেন, দুই দিন সাগরে মাছ আহরন করে রোববার সকালে কূলে ফেরার পথে একই ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের আক্তার মিয়া, মোঃ আলম মাঝি ও পশ্চিম সোনারপাড়ার রুবেলের নেতৃত্বে ১৪/১৫ জনের সশস্ত্র জলদস্যুরা গোলাগুলি করে আমার বোটের মাঝি মাল¬াদের জিম্মি ও প্রচন্ড মারধর করে গুরুতর আহত অবস্থায় হাত-পা বেঁেধ বোটে ফেলে রাখে। এসময় জলদস্যুরা আহরনকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ৭ মণ মাছ, মাছ ধরার বড় জাল, বোটের মেশিন, জ্বালানী সহ অন্যান্য প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। রোববার সকাল ১০ টার দিকে স্থানীয় লোজনের সহায়তায় ভাড়া করা বোট নিয়ে সাগরে ভাসমান অচল বোট সহ বেঁধে রাখা আহত জেলে ফরিদ আলম মাঝি(৩২), বাবুল (২৭), শহিদুল¬াহ (২০), মদন আলী (১৮), রমজান আলী (২৮)কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। উলে-খ্য সোনাইছড়ি গ্রামের আকতার মিয়া (৩২)র মালিকানাধীন ফিশিং বোট নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহাম্মদ আলম মাঝি (৪২) ও রুবেল (৩৫) সমূদ্র পথে মালয়েশিয়ায় মানবপাচার ও সাগরে জলদস্যুতা করে যাচ্ছে। উলে¬খিত জলদস্যু ও মানবপাচাকারীদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।