১০ নভেম্বর, ২০২৫ | ২৫ কার্তিক, ১৪৩২ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

উখিয়ায় শিবিরের হামলায় ৩ ছাত্রলীগ কর্মী আহত

উখিয়ায় ৩ ছাত্রলীগকর্মীকে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে হিলফুল ফুযুল নামের একটি সংগঠনের কর্মীরা। এ ঘটনায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ সেলিম উদ্দিন(১৯), সিনিয়র সহ-সভাপতি মামুন (১৮) ও যুগ্ম সম্পাদক আব্দুল করিম (২২) মারধর করে আহত করে। গত শনিবার রাত ১০ টার দিকে রাজাপালং ইউনিয়নের দোছড়ী গ্রামের উপরের পাহাড়ের আব্দুল আলমের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। আহত ছাত্রলীগ কর্মী সেলিম উদ্দিন জানান, দোছড়ী জামে মসজিদের বার্ষিক থেকে গত শনিবার রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে হিলফুল ফুযুল ইসলামী সংগঠনের কর্মীরা পরিকল্পিত ভাবে হামলা করে আমি সহ ২ ছাত্রলীগ কর্মীকে আহত করেছে। এসময় ইসলামী সংগঠনের ব্যানারে হামলাকারী আব্দুল্লাহ, নূর মোহাম্মদ, জয়নাল উদ্দিন, ফরিদ আলম, জাহাঙ্গীরের নেতৃত্বে পরিকল্পিত ভাবে ৩ ছাত্রলীগকর্মীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসায় তারা কোন মতে প্রাণে রক্ষা পান। উল্লেখ্য হিলফুল ফুযুল সংগঠনের কর্মীরা সবাই শিবিরের কর্মী সমর্থক বলে জানা গেছে। এসময় তাদের কাছ থেকে ২টি (সামসন) মোবাইল সেট ও পকেটে থাকা নগদ ৮ হাজার টাকা ও লুটে নেয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।