২৯ অক্টোবর, ২০২৫ | ১৩ কার্তিক, ১৪৩২ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ড্যাব’র শীতবস্ত্র ও ঔষুধ বিতরণ

বিশেষ প্রতিবেদকঃ মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র ও ঔষুধ বিতরণ করেছে ডানপন্থি ঘরানার চিকিৎসকদের সংগঠন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ১০ জানুয়ারী (বুধবার) বিকেলে উখিয়ার বালুখালীতে ড্যাবের ‘মা, শিশু ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোহিঙ্গাদের মাঝে ৬শ পিচ সুয়েটার, ৫শ পিচ কম্বল, ৫শ পিচ শীতের চাঁদরসহ প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়।
ড্যাবের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ড্যাবের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রথমে ৫-৬ হাজার রোহিঙ্গা রোগীদের চিকিৎসা দেয়া হতো। এখনও ১০জন চিকিৎসক প্রতিদিন ১ হাজার ৫শ জনের অধিক রোগীদের সেবা দিচ্ছে। চিকিৎসা সেবা ছাড়াও বিনামূল্যে ঔষুধ, ওয়াটার পিউরিফাই ট্যাবলেট, জীবানুনাশক সাবান ও হাই-প্রোটিন বিস্কুট বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, সম্প্রতি শীতের প্রকোপে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই চলমান শৈত্যপ্রবাহে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ড্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
জাতীয়তাবাদী ঘরানার চিকিৎসকদের এ নেতা আরো বলেন, গত ১২ সেপ্টেম্বর থেকে বিএনপি এবং ড্যাবের যৌথ উদ্যোগে ‘রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য ‘মা, শিশু ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষাসহ গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দেয়া হচ্ছে। ড্যাবের পক্ষ থেকে এ চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার চট্টগ্রাম ভিত্তিক ওয়েলফেয়ার ট্রাষ্টের ট্রাষ্টি লন্ডন প্রবাসী ছৈয়দ কফিল উদ্দিন আহমেদ, চেয়ারপার্সন নাসিম আহমেদ, বাংলাদেশের ম্যানেজার মশিউল হক বাবু ড্যাব মহাসচিবের কাছে ২ লাখাধিক টাকার ঔষুধ ও ২’শতাধিক শিশু খাদ্য হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, ন্যাশনাল এসোসিয়েশন ফর রিসোর্স ইমপ্রোভমেন্ট (নারী)’র সেক্রেটারী প্রকৌশলী শাহজেবিন কবির, উখিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর মেম্বার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।