২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

উখিয়ায় বাঙ্গির বাম্পার উৎপাদনেও কৃষকের মনে খুশি নেই

SAMSUNG CAMERA PICTURES
উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে উৎপাদিত সুস্বাদু রসালো ফল বাঙ্গিতে সয়লাব হয়ে পড়েছে হাটবাজার। অন্যান্য বছরের তুলনায় এবার বাঙ্গির ফলন আশাতীত ভাবে বৃদ্ধি পেলেও কৃষকের মনে খুশি নেই। কৃষকেরা বলছে, পাইকারী ব্যবসায়ী বাজারে না আসার কারণে বাঙ্গির ন্যায্যমূল্য পাচ্ছেনা তারা। এখানে বড় সাইজের একেকটি বাঙ্গি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫০ টাকা দরে। দামে কম হওয়ায় নিু ও মধ্যবিত্ত পরিবারের লোকজন স্বাচ্ছন্দে বাঙ্গির স্বাদ নিতে পারছে বলে অনেকেই মন্তব্য করতে দেখা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এ উপজেলার বিভিন্ন স্থানে সাড়ে ৪শ’ একর বাঙ্গি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কৃষকেরা বলছে, তরমুজ বাঙ্গিতে মিলে প্রায় সাড়ে ৮শ’ একর জমিতে বাঙ্গিতে ও তরমুজের চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে এবার ফলনও হয়েছে তুলনামূলক ভাবে ভাল। মাদারবনিয়া গ্রামের কৃষক আলতাজ আহমদ জানান, হরতাল অবরোধের কারণে অন্যান্য বছরের ন্যায় এবার পাইকারী ব্যবসায়ীরা গ্রামগঞ্জে আসতে না পারায় তাদের উৎপাদিত বাঙ্গি স্থানীয় হাটবাজারগুলোতে খুচরা বিক্রি করতে হয়েছে। যে কারণে বাঙ্গির ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। একই গ্রামের আরেক বাঙ্গি চাষী নজুমিয়া জানান, বাঙ্গির ফলন ভাল হওয়ার কারণে ন্যায্য মূল্য পাওয়া না গেলেও লোকসানের মুখে পড়তে হয়নি।
স্থানীয় কৃষকেরা জানান, শুধু চরাঞ্চল থেকে প্রায় অর্ধ কোটি টাকার বাঙ্গি-তরমুজ খোলা বাজারে বিক্রি হয়েছে। উখিয়ার ভাসমান বাঙ্গির হাটবাজার ঘুরে খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, আগে যে বাঙ্গি দেড়শ টাকায় বিক্রি হয়েছে একই বাঙ্গি বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। ১০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা দরে বাঙ্গি বিক্রির সুবাদে কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হলেও সবশ্রেণির পেশার মানুষ কম দামে বাঙ্গি কিনতে পেরে খুশি। উপজেলা কৃষি কর্মকর্তা শংকর কুমার মজুমদার জানান, আশাতীত বৃষ্টি না হলেও আবহাওয়া অনুকূলে থাকায় এবার তরমুজ-বাঙ্গির বাম্পার উৎপাদন হয়েছে। তিনি বলেন, স্থানীয় চাহিদা পূরণের পরেও উৎপাদিত বাঙ্গি তরমুজ জেলার বিভিন্ন স্থানে বাজারজাত হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।