
উখিয়া তুতুরবিল গ্রামের প্রবাসী স্ত্রীর বসতভিটায় হামলা চালিয়ে লন্ডভন্ড করে দিয়েছে স্থানীয় দুবৃর্ত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয় বলে প্রবাসীর স্ত্রী লুলুআরা মরজান জানিয়েছেন।
অাজ শুক্রবার ৯ ডিসেম্বর সকালে ৭টা দিকে উপজেলা তুতুরবিল গ্রামের প্রবাসী আবুল কাশেমের বসত বাড়িতে হামলা চালায় একই গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র নুরুল আলম (৩৫), নুরুল ইসলাম নুরু (৪৫), আনেয়ারুল ইসলাম (৪০), মীর কাশেম ভুট্টো (৩৭), হামলার সময় প্রবাসী আবুল কাশেমের স্ত্রীর লুলুআরা মরজান গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার পূর্বক হাসপাতালে ভর্তি হয়েছে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার বসত বাড়ির একটি নারিকেল গাছ ও বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছগাছালি কর্তন করে বিরদর্পে হুমকি দিয়ে চলে যায়। এনিয়ে লুলুআরা মরজান বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। যার নং ৯/১৬।
এ ব্যাপারে উখিয়া থানার এস আই মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।