১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

উখিয়ায় নব্য জেএমবির এক সদস্য গ্রেফতার: সরঞ্জাম উদ্ধার

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার কোটবাজার এলাকা থেকে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদ্যসরা। রবিবার উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত শরফুল আউয়াল (৩০) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর মুন্সিবাড়ী এলাকার জামশেদ চৌধুরীর ছেলে। ওই সময় তার কাছ থেকে ১টি ল্যাপটপ, ৬ টি মোবাইল সেট, ৩ টি সীম কার্ড, ২ টি পেন ড্রাইভ এবং ০১ টি ট্রাভেলস ব্যাগসহ পাওয়া যায়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে শরফুলের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে।
কোটবাজারের একটি বাড়িতে শরফুল আত্মগোপন করে আছে এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, নব্য জেএমবির এ সদস্য গত জানুয়ারি মাসে জামিনে বের হয়ে জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার নামে ফেইসবুক ব্যবহার করে জঙ্গি তৎপরতা চালা”িছল।
তবে এর আগে শরফুল কোন মামলায় কবে গ্রেপ্তার হয়েছিল তা বিস্তারিত জানাতে পারেননি র‌্যাব কর্মকর্তা। শরফুলকে জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত জেএমবি সদস্যের বিরুদ্ধে উখিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (১৩) ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর- ২৯, তারিখ- ৩১/১২/২০১৭। তাকে কঠোর পুলিশী পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।