৩০ অক্টোবর, ২০২৫ | ১৪ কার্তিক, ১৪৩২ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

উখিয়ায় নব্য জেএমবির এক সদস্য গ্রেফতার: সরঞ্জাম উদ্ধার

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার কোটবাজার এলাকা থেকে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদ্যসরা। রবিবার উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত শরফুল আউয়াল (৩০) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর মুন্সিবাড়ী এলাকার জামশেদ চৌধুরীর ছেলে। ওই সময় তার কাছ থেকে ১টি ল্যাপটপ, ৬ টি মোবাইল সেট, ৩ টি সীম কার্ড, ২ টি পেন ড্রাইভ এবং ০১ টি ট্রাভেলস ব্যাগসহ পাওয়া যায়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে শরফুলের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে।
কোটবাজারের একটি বাড়িতে শরফুল আত্মগোপন করে আছে এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, নব্য জেএমবির এ সদস্য গত জানুয়ারি মাসে জামিনে বের হয়ে জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার নামে ফেইসবুক ব্যবহার করে জঙ্গি তৎপরতা চালা”িছল।
তবে এর আগে শরফুল কোন মামলায় কবে গ্রেপ্তার হয়েছিল তা বিস্তারিত জানাতে পারেননি র‌্যাব কর্মকর্তা। শরফুলকে জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত জেএমবি সদস্যের বিরুদ্ধে উখিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (১৩) ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর- ২৯, তারিখ- ৩১/১২/২০১৭। তাকে কঠোর পুলিশী পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।