১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

উখিয়ায় ধুতাঙ্গ সাধক শরনংকর থের’র “একক সদ্ধর্ম দেশনা” অনুষ্টান সম্পন্ন

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ উখিয়ার রেজুরকূল গ্রামে সদ্ধর্মের আলোকবর্তিতা, প্রজ্ঞাবান শ্মশানচারী ধূতাঙ্গ সাধক ভদন্ত শরনংকর থের মহোদয় স্বশিষ্যসহ পদব্রজে বুদ্ধগয়া ভারত যাওয়ার পথে কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী রেজুরকূল গ্রামে শুভাগমনে অষ্টপরিস্কার সহ সংঘদান ও ভদন্ত শরনংকর থের মহোদয়ের “একক সদ্ধর্ম দেশনা” অনুষ্টান সম্পন্ন হয়েছে। ২২শে ফেব্রুয়ারী শুক্রবার রেজুরকূল সদ্ধর্ম বিকাশ বিহার সংলগ্ন সবুজ চত্বরে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এই মহান একক সদ্ধর্ম দেশনা অনুষ্টানের সম্পন্ন হয়।

দিনব্যাপী অনুষ্টানের সকাল বেলার সংঘদানে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষুর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে প্রধান ধর্ম দেশনা করেন প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রধান পরিচালক ভদন্ত শীলমিত্র থের। এছাড়াও বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ আসন গ্রহন করেন।

উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত এস ধর্মপাল মহাথের মহোদয়ের সভাপতিত্বে বিকেল বেলায় অনুষ্টিত মহান “একক সদ্ধর্ম দেশনা” অনুষ্টান উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অর্থ সম্পাদক প্রমথ বড়ুয়া।

এসময় আশীর্বাদ হিসেবে আসন গ্রহন করেন উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামন প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্টাতা পরিচালক বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দল এম.এল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিল্প মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কক্সবাজার জেলা শাখার সাবেক চেয়ারম্যান ও সাধারন সম্পাদক দীপক বড়ুয়া দীপু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ৪নং রাজা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ মান্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ভদন্ত শরনংকর থের মহোদয় একক সদ্ধর্ম দেশনায় বলেন, বৌদ্ধ সমাজ এখন অনেকটা ধ্বংসের পথে উপযুক্ত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারনে। চার বছরের প্রেমের সম্পর্কের কাছে ছাব্বিশ বছরের মা বাবার ভালবাসার সম্পর্ক হারিয়ে যায় বর্তমান সমাজে। এই হল বর্তমান সমাজের পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে প্রত্যকে মা-বাবার উচিত সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা।

এদিকে ভদন্ত শরনংকর ভান্তের শুভাগমনে উখিয়ার রেজুরকূল গ্রামে হাজার হাজারো পূজার্থীর ঢল নেমেছে গত দু-তিন দিন থেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।