
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজাররের উখিয়ার থাইংখালী তেলখোলা পাহাড়ি এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মাটিভর্তি তিনটি অবৈধ ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। সোমবার দিনগত রাতে এসব অবৈধ ডাম্পারগুলো জব্দ করা হয় বলে নিশ্চিত করেন থাইংখালী বিট কর্মকর্তা রাকিবুল হোসাইন।
তিনি বলেন, উখিয়া রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে একটি চক্র মাটি পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিভর্তি তিনটি অবৈধ ডাম্পার জব্দ করা হয়।
ওই সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে মাটি পাচারকারি চক্র পালিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দাবি করেন এই কর্মকর্তা।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সরকারি বনভুমি রক্ষার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।