অবশেষে জবরদখল মুক্ত হলো রত্না পালংয়ের ঐতিহ্যবাহী তেলী পাড়া কবরস্হান, এলাকার শত শত মুসল্লীরা স্ব-উদ্দোগে কাটা তারের বেড়া নির্মান করে প্রাচিন এ কবরস্হান দখল মুক্ত করে স্বস্হির নিঃশ্বাস ফেলেছে।
জানা যায় উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের তেলী পাড়া গ্রামের প্রাচিন ও ঐতিহ্যবাহী কবরস্হানের একটি অংশ দীর্গদিন যাবত একই এলাকার প্রভাবশালী জামাল উদ্দিন খলিবা ও তার ভাই জয়নাল উদ্দিন ভুলুর গং জবরদখল করে ভোগ করে আসছিল। সচেতন এলাকাবাসী উক্ত কবরস্হান দখল মুক্ত করার জন্য প্রানপন চেষ্টা করে আসছি, এ নিয়ে এলাকাবাসীর বিরুদ্বে দখলদার গং মিথ্যা মামলা করে এলাকার শান্ত পরিবেশ কে অশান্ত করে তুলছি। এদিকে মরনের পর শেষ ঠিকানা কবরস্হান রক্ষা করার লক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করা হলেও উক্ত প্রভাবশালী দখলদার গং ক্ষমতার দাপট দেখিয়ে এলাকাবাসীর দাবীকে তোয়াক্কা না করে সরকারি পি এফ জমিতে অবস্হিত উক্ত কবরস্হানের জায়গা জবরদখল করে রখেছি। গতকাল শক্রবার জুমার নামাজ শেষে শত-শত এলাকাবাসী ও মুসল্লী ঐক্যবদ্ব হয়ে কাটা তারের বেড়া দিয়ে দখলমুক্ত করে। এ ব্যপারে কয়েকজন মুসল্লী বলেন, মানুষ মরনশীল সবায় কে একদিন মরতে হবে, যারা কবরস্হানের মতো পবিত্র জায়গা নিজের সম্পত্তি বানিয়ে ভোগ দখল করতে চায় তাদের কে সমাজে অবান্চিত করা হবে। দীর্গদিন পর কবরস্হান দখলমুক্ত হওয়াতে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করেছে মুসল্লীরা।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।