১২ নভেম্বর, ২০২৫ | ২৭ কার্তিক, ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

উখিয়ায় অগ্রযাত্রা কল্যাণ পরিষদের “কৃতি সংবর্ধনা ও সম্মেলন” অনুষ্টিত

পূজনীয় ভান্তে ও সুধীবৃন্দের উপস্থিতি

কনক বড়ুয়া, (নিউজরুম এডিটর): যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও শান্ত পরিবেশে অনুষ্টিত হলো উখিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রযাত্রা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত “ফ্রি মেডিকেল ক্যাম্প, এসএসসি ও এইচএসসি ২০১৮ কৃতি শিক্ষার্থী সম্মাননা, সদ্ধর্ম সুরক্ষায় যুব সমাজের করণীয়” শীর্ষক সেমিনার ও বৌদ্ধ মহা সম্মেলন’১৮ ইং। বিভিন্ন ধর্মীয় ও মানবসেবী কর্মসূচীর মধ্য দিয়ে এ অনুষ্টান সম্পন্ন হয়েছে।

অগ্রযাত্রা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন কালে ড.জিনবোধি মহাথের ও কুশলায়ন মহাথের, ও অগ্রযাত্রার স্বপ্নদ্রষ্টা সঞ্জয় বড়ুয়া।

প্রথম পর্বের তথা সকালের “ফ্রি মেডিকেল ক্যাম্প” এর মধ্য দিয়ে অনুষ্টানের সূচনা হয়। মেডিকেল ক্যাম্প অনুষ্টানে ফ্রি চিকিৎসা করেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নোবেল কুমার বড়ুয়া ও এমবিবিএস, বিসিএস, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাজীব বড়ুয়া।

কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করছেন ড.জিনবোধি মহাথের।

প্রথম পর্ব শেষে জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্টাতা পরিচালক ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্টিত দ্বিতীয় পর্বের অনুষ্টান উদ্বোধন করেন পাতাবাড়ি আনন্দ ভবন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের, আশীর্বাদকের আসন গ্রহণ করেন উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত এস ধর্মপাল মহাথের মহোদয়।

ডাঃ নোবেল কুমার বড়ুয়াকে ক্রেস্ট প্রদানকালে অগ্রযাত্রার সদস্যগণ।

অনুষ্টানে “সদ্ধর্ম সুরক্ষায় যুব সমাজের করণীয়” বিষয়ে একক সদ্ধর্ম দেশনা প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও প্রাচ্য বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি মহাথের।

ডাঃ রাজীব বড়ুয়াকে ক্রেস্ট প্রদান করছে অগ্রযাত্রা কল্যান পরিষদ।

পরে উখিয়ার বিভিন্ন গ্রাম থেকে আগত এসএসসি ও এইচএসসি ২০১৮ কৃতকার্য শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও অগ্রযাত্রা কল্যাণ পরিষদ কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন সহ খাতা-কলম বিতরন করা হয়।

অগ্রযাত্রার সদস্যবৃন্দের একাংশ।

অগ্রযাত্রা কল্যাণ পরিষদের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্টাতা সদস্য সঞ্জয় বড়ুয়া স্বাগত বক্তব্যে সকল বৌদ্ধ যুবকদের একতা- ভ্রাতৃত্ব- সহযোগিতা বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান। সাথে সাথে সকলকে অগ্রযাত্রার পাশে থেকে সর্বাত্বক সহযোগিতা করার অনুরোধ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।