১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

উখিয়ার মরিচ্যা শ্রাবস্তী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল কঠিন চীবর দানোৎসব

20161110_160537
বৃহস্পতিবার (১০ নভেম্বর) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বৌদ্ধ জনপদ পুণ্যতীর্থ পশ্চিম মরিচ্যা মধ্যম বড়ুয়া পাড়া “সার্বজনীন শ্রাবস্তী বৌদ্ধ বিহার” (নির্মাণাধীন) প্রাঙ্গনে ধর্মীয় ঘারবতার মধ্যে দিয়ে মহাসারম্ভে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বারের মত দানোত্তম শুভ কঠিন চীবর দান, সকাল ৯ ঘটিকায় অষ্টপরিষ্কারসহ সংঘদান ও দুপুর ২ ঘটিকায় দান সভার কার্য আরম্ভ হয়, মহতী এ দানোনুষ্ঠানে উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরি সহ-সভাপতি ও মরিচ্যা দীপাঙ্কুর বৌদ্ধ বিহারের প্রধান পরিচালক সদ্ধর্ম বারিধি, বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিক ভদন্ত বিমল জ্যোতি মহাথেরোর সভাপতিত্বে বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক সদ্ধর্ম কথিক বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের প্রধান সদ্ধর্মদেশকের অাসন অলংকিত করেন, এছাড়া বিশেষ ধর্মদেশকের অাসন অলংকিত করেন পশ্চিম রত্না শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধিপতি ভদন্ত শাসনপ্রিয় থের ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের অাবাসিক প্রধান প্রজ্ঞানন্দ ভিক্ষু সহ প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ অাসন অলংকিত করেন।

মহতী এ দানসভা বাবু মিলন বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী ও স্বাগত দেশনা প্রদান করেন কোরিয়ান লোটাস এসোসিয়েশন কর্তক অান্তর্জাতিক বুড্ডিস্ট সনদ প্রাপ্ত ও উখিয়া পাতাবাড়ি অানন্দ ভবন বৌদ্ধ বিহারের উপ-পরিচালক ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের ও প্রধান অতিথি ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ শাহ অালম সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এম. মনজুর অালম, অাওয়ামী লীগের প্রভাবশালী নেতা জয়নাল উদ্দিন বাবুল , যুবলীগ নেতা শাহ জাহান সাজু, শেখর বড়ুয়া, বাবু দীপন বড়ুয়া এলএল.বি অনার্স এলএল.এম সহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।