১৪ আগস্ট, ২০২৫ | ৩০ শ্রাবণ, ১৪৩২ | ১৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

উখিয়ার মরিচ্যায় যুবদল নেতা ইয়াবা ব্যবসায়ী ফারুক ধরাছোঁয়ার বাইরে

বার্তা পরিবেশকঃ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের জনবহুল স্টেশন মরিচ্যা বাজারে ঘাতক মরণব্যাধি ইয়াবা ব্যবসা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ মরিচ্যা মধুঘোনা রাস্তার মাথার বহু মামলার পলাতক আসামি শীর্ষ মানব পাচারকারী ও আন্তঃ জেলা ডাকাত সর্দার নুর মোহাম্মদ প্রকাশ গুরুথুন ডাকাতের পুত্র যুবদল নেতা মোহাম্মদ ফারুক (২৫) এর নেতৃত্বে পুরো হলদিয়া ইউনিয়নে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার কারনে মাদকে আসক্ত হয়ে নষ্ট হচ্ছে হলদিয়ার যুব সমাজ থেকে শুরু করে স্কুল- কলেজে পড়ুয়া ছাত্রসমাজ।

ঘঠনার বিবরণ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এক সময়ের হত দরিদ্র ফারুক চায়ের দোকানে বয় হিসেবে কাজ করলে ও ইয়াবা ব্যবসার কারণে বর্তমানে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক। টাকার জোরে বাগিয়ে নেন হলদিয়া ইউনিয়নের যুবদলের পদ-পদবী।

এইদিকে ইয়াবা সম্রাট ফারুকের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে স্থানীয় ছাত্র-যুবকেরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ পত্রে মিথ্যা সংবাদ প্রকাশ করে ছাত্র-যুবকদের হয়রানি করার চেষ্টা করে।

এ ব্যাপারে হলদিয়া পালং ইউনিয়নের ১, ২, ৩ সংরক্ষিত আসনের ইউপি সদস্য সাজেদা আক্তার জানান, ফারুক একজন সন্ত্রাসী প্রকৃতির লোক।

হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসলাম মেম্বার জানান, মাদক ব্যবসায়ী ফারুকের কারনে বৃহত্তর মরিচ্যা বাজার ও মধুঘোনার যুবসমাজ ধ্বংসের ধারপ্রান্তে। অবিলম্বে ইয়াবা ব্যাবসায়ী ফারুক ও তার পিতাকে গ্রেফতারের দাবী জানান। ইয়াবা ব্যাবসায়ী ফারুকের বিষয়ে জানতে চাইলে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, মাদক ব্যবসায়ী যেই হউক না কেন, তার রেহায় নাই। ফারুকের ইয়াবা ব্যবসার সম্পর্কে তিনি অবগত আছেন বলে জানান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের কাছে মধু ঘোনা রাস্তার মাথায় যুবদল নেতা ফারুকের নেতৃত্বে মাদক বিক্রীর কথা জানালে তিনি বলেন খোজ খবর নিয়ে শীঘ্রই সাড়াশি অভিযান পরিচালনা করবেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।