৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২৩ ভাদ্র, ১৪৩২ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

উখিয়ার ছাত্রলীগ নেতা জাবুর জানাযা সম্পন্নঃ এলাকায় পুলিশ মোতায়েন

উখিয়ার পালংখালীর বটতলী এলাকায় দু’গ্র“পের সংঘর্ষে স্কুল ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান জাবু নিহত হওয়ার ঘটনায় এলাকা এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা রয়েছে।

উখিয়া থানার পুলিশ উত্তেজনা প্রশমনে নজরদারী বাড়িয়ে দিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে, তবে এখনো পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।

আজ সোমবার বিকাল সাড়ে ৫টায় নিহতের নামাজে জানাযা আনজুমান পাড়া এলাকায় সম্পন্ন হয়। এতে ইমামতি করেন হাফেজ মোকতার আহমদ। এর পুর্বে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এম এ মোকতার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুরশেদ তানিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আভাষ শর্মা বিশু, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ নোমান, নিহতের চাচা মেম্বার সোলতান আহমদ।

এসময় বক্তারা, জাবু হত্যার ঘটনায় নিরাপরাধ লোক জড়িত না করে প্রকৃত দোষী ব্যাক্তিকে আসামী করার অনুরোধ জানিয়েছে। এবং এ ঘটনাকে যাতে রাজনৈতিক ইস্যু করা না হয়।

উল্লেখ্য যে, গত রবিবার রাত ৮টার দিকে পালং খালী বটতলী এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুল ছাত্র মুজিবুর রহমান জাবু নিহত হয়।

স্থানীয়রা জানান, চিংড়ী ঘের ব্যবসায় দাদনের টাকা ও মাছ দিতে অস্বীকৃতি জানায় ঘটনান সুত্রপাত হয়। উখিয়া থানার আবুল খায়ের বলেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।