১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

উখিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

index

কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় আদালতের নিষেধজ্ঞা অমান্য করে জোরপূর্বক জবর দখল করার পায়ঁতারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মোঃ আব্দুল¬াহ ৪ জনকে আসামী করে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, উপকুলীয় জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে ও একই এলাকার মাহবুবুল আলমের স্ত্রী ছুরত জামালের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আব্দুল¬াহ দীর্ঘদিন ধরে পৈত্রিক ওয়ারিশী মোতাবেক ০.০৬ একর জায়গা ভোগ দখল করছেন। কিন্তু ১ ডিসেম্বর ২০০৮ সালে বোন রাবিয়া খাতুনের কাছ থেকে ২৪২২ নং হেবা ঘোষণা পত্র মুলে সম্পত্তি লাভ করি। সম্প্রতি বিবাদীরা উখিয়া ভূমি অফিস ৪৮৪(১)/০৮-০৯ নং নামজারী ও জমাভাগ মোকদ্দমা মতে প্রাপ্ত অংশ সহ ০.১১ একর জমি বিবাদীর নামে ভূল ও ফেরবী ভাবে ৩৩৩৬ নং খন্ড খতিয়ান সৃজন করেন। ইতিমধ্যে খন্ড খতিয়ান বাতিল করতে বিজ্ঞা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কক্সবাজার আদালতে নামজারী আপিল ০৩/২০১০ তাং মামলা দায়ের করেন। উক্ত মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। সংশি¬ষ্ট কর্তৃপক্ষ তদন্ত পুর্বক যাচাই বাছাই করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ সহকারী জজ আদালতে ০১/২০১৩ নং মামলার নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আবেদন করেন। গত ১২ মার্চ তারিখে বিরোধীয় জমির উপর স্থিতি অবস্থায় রাখার আদেশ দেন আদালত। আদালতের নোটিশ পাওয়ার পরও ১৮ মে সকালে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই বিরোধী জায়গা জবর দখল করে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখেন। সম্প্রতি উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম অভিযোগ পাওয়ার পর ইনানী পুলিশ ফাঁড়ির আইসিকে তদন্তের দায়িত্ব দেন। ইনানী পুলিশ ফাঁড়ির আইসি প্রেমানন্দ মন্ডল বলেন, উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। কেউ যদি আদালত অবমাননা করা হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।