২৯ নভেম্বর, ২০২৫ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে

উখিয়ার ইনানীতে চেয়ারম্যান ও মেম্বার মুখোমুখি : রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

SAMSUNG CAMERA PICTURES
উখিয়ার উপকূলীয় এলাকা ছেপটখালী সিকদার পাড়া গ্রামে একটি ব্রীজ নিমার্ণ নিয়ে চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যের মধ্যে বিরোধের জের ধরে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে দু’পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয়। ইউপি সদস্যের দাবী চেয়ারম্যান ব্রীজ নিমার্ণ ব্যয় বরাদ্ধ থেকে দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়াতে তার নিমার্ণ কাজে বাঁধা প্রদান করছে। এব্যাপারে গতকাল বুধবার ইউপি সদস্য সুলতান আহমদ বাদী হয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, এলজিএসপি-২ এর অর্থায়নে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় বরাদ্ধে সিকদার পাড়া গ্রামে গত একমাস ধরে একটি ব্রীজ নিমার্ণের কাজ করে আসছিল ইউপি সদস্য। গতকাল বুধবার স্থানীয় মহিলা মেম্বার চেয়ারম্যানের নিকটতম আতœীয় জাহানারা বেগম ব্রীজ নিমার্ণের জন্য ঘটনাস্থলে গেলে এলাকাবাসী বাঁধা দেয়। এঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়। স্থানীয় ওয়ার্ড আ’লীগের সভাপতি জাফরুল ইসলাম জানান, সুলতান মেম্বারের নিমার্ণাধীন কাজের উপর মহিলা মেম্বারকে ওই কাজের পুনঃনির্দেশ দেওয়াটা চেয়ারম্যানের উচিত হয়নি। এলাকার প্রবীণ ব্যক্তি মোজাফ্ফর আহমদ সিকদার জানান, চেয়ারম্যানের অযৌক্তিক নিদের্শের কারণে গ্রামে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেহেতু ওই ব্রীজ নিমার্ণ খাতে সুলতান মেম্বার লক্ষাধিক টাকা ইতিমধ্যে বিনিয়োগ করেছে। এব্যাপারে জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।