
কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ ২৪ শে আগস্ট শুক্রবার বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে উখিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “অগ্রযাত্রা কল্যাণ পরিষদ” কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, এসএসসি ও এইচএসসি ২০১৮ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সদ্ধর্ম সুরক্ষায় যুব সমাজের করণীয় শীর্ষক ‘সেমনিার ও বৌদ্ধ মহা সম্মেলন’১৮ অনুষ্টিত হতে যাচ্ছে।
উক্ত অনুষ্টান উখিয়ার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্টান শৈলেরঢেবা চন্দ্রেদয় বৌদ্ধ বিহারের অগ্রমহাপন্ডিত প্রজ্ঞালোক মহাস্থবির ও অনুবাদক জে. প্রজ্ঞাবংশ সেমিনার হল এ অনুষ্টিত হবে।
জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রমন প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্টাতা পরিচালক ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্টানে আশীর্বাদক থাকবেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত এস ধর্মপাল মহাথের। এছাড়াও অনুষ্টান উদ্বোধন করবেন পাতাবাড়ি আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের।
‘সদ্ধর্ম সুরক্ষায় যুব সমাজের করণীয়’ বিষয়ে একক সদ্ধর্ম দেশনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও প্রাচ্য ভাষা বিভাগের চেয়ারম্যান ভদন্ত ড. জিনবোধি মহাথের।
সকালবেলা তথা প্রথম পর্বের অনুষ্টানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শৈলেরঢেবা কুশলায়ন কে.জি. স্কুলে অনুষ্টিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে অসহায় দরিদ্র দের চিকিৎসা করবেন কক্সবাজার মেডিকেল কলেজের প্রভাষক, এম.বি.বি.এস, বি.সি.এস(স্বাস্থ্য) ডাঃ নোবেল বড়ুয়া ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম.বি.বি.এস; বি.সি.এস. (স্বাস্থ্য) ডাঃ রাজীব বড়ুয়া।
অনুষ্টান সৌন্দর্যতা রক্ষার্থে সম্পূর্ণ অনুষ্টান সঞ্চালনা করবেন অগ্রযাত্রা কল্যাণ পরিষদের সদস্য প্রমথ বড়ুয়া, লিটন বড়ুয়া, জুয়েল বড়ুয়া।
এমন মহতি পূর্ণময় অনুষ্টানে আপনি/আপনাদের উপস্থিতি কামনা করেছেন অগ্রযাত্রা কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।