৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২ | ৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

উখিয়াবাসীর স্বার্থে কর্তব্যপালনে কস্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন- এএসআই শামীম

করোনায় ভাইরাস সংক্রমণে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার কর্তৃক কঠোর নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এমতাবস্থায় জনগণের স্বার্থে সারাদেশের ন্যায় কঠোর দায়িত্ব পালন করেছেন উখিয়া উপজেলার পুলিশ প্রশাসন। উখিয়া উপজেলার অন্যতম ব্যাস্ততম নগরী কোটবাজারে দায়িত্ব পালন করেন বিএম শামীম (সহকারী পুলিশ উপ পরিদর্শক উখিয়া) । তিনি তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন কালে সাধারণ জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে অসতর্কতায় যদি কোনো ভুল করে থাকেন সেই ব্যাপারে ক্ষমা চেয়ে নিজের ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে একটি পোষ্ট দিয়েছেন। যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:-

উখিয়া থানা এলাকার বাণিজ্যিক রাজধানী কোর্ট বাজার এলাকার এমন চিত্র তৈরি করতে অনেকের মনে হয়ত কষ্ট দিয়েছি তাই………
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি জাতির কাছে।
সরকারী দ্বায়িত্ব পালনকালে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি। আমাদের সকল কিছুই আপনাদের স্বার্থে এবং আপনাদেরকে ভাল রাখার জন্য।
আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করবে আপনারা সরকারের দেয়া সকল নির্দেশনা যথাযথ ভাবে মেনে চলুন। নিজে ভাল থাকুন রক্তের বিনিময়ে অর্জিন প্রিয় মাতৃ ভূমিকে সু-রক্ষিত রাখোন।

এই ব্যাপারে তার সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান করোনা সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক কঠোর নির্দেশনা মেনে চলতে সবাইকে আহ্বান জানান। চোর পুলিশ খেলে নিজের জীবন, নিজের পরিবারের জীবন এবং দেশের মানুষের জীবন যাতে সংকটে না পেলে সেজন্য সরকারের দেওয়া লক ডাউন নিয়মনীতি সকলকে মেনে চলতে অনুরোধ করেন। তিনি জানান সরকারের নির্দেশনা মেনে চলতে গিয়ে হয়তো অসতর্ক অবস্থায় কোনো সাধারণ মানুষের মনে দুঃখ দিয়ে থাকলে ক্ষমার জন্য তিনি নিজের ফেইসবুক ওয়ালে এই পোষ্ট দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।