৫ মে, ২০২৫ | ২২ বৈশাখ, ১৪৩২ | ৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

উখিয়া উপজেলার,  রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া আদালত ভবন   রোড় সংস্কারের দাবী জানান জনসাধারণ

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার,  রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া আদালত ভবন   রোড় সংস্কারের দাবী জানান জনসাধার  । ৬ নং ওয়ার্ড রাজা পালং ইউনিয়নের লোকজন উপজেলা সদরে যাওয়ার একমাত্র রাস্তা এটি। কিন্তু এ সড়কটির অভিভাবকহীন দেখার কেউ নেই।

রোহিঙ্গা শরণার্থী আসার পর থেকে এনজিওর গাড়ি এবং রাস্তার পাশে বড় বড় দালান কোঠার মালামাল আনাতে নিতে রাস্তার এই অবস্থা।

সড়কটিতে রয়েছে ছোট ছোট কয়েকশত গর্ত। গত ২ মাস ধরে এ সড়কে টমটম,রিক্সা ও ছোট আকারের গাড়ি চলাচল বন্ধ।ফলে শত শত মোটর সাইকেল, টমটম ও রিক্সা চালকরা এখন বেকার সময় পার করছেন।

এই রাস্তা দিয়ে দৈনিক হাজারো মানুষের যাওয়া আসা, স্কুল, কলেজ, মাদ্রাসায় যাওয়া ছাত্রছাত্রীদের চলাচলে বিঘ্নতা ঘটেছে। মসজিদে মসল্লিরা নামাজ পড়তে যাওয়া বড় সমস্যা হয়ে গেছে। সম্প্রতি সময়ে প্রাইমারী স্কুলের  ছাত্রছাত্রীরা গাড়ি চালানোর পানি ছিটকে পরে স্কুলে যেতে পারেনি। অত্র এলাকার সামাজিক সংগঠন উখিয়া রাইজিং স্টার সোসাইটির সভাপতি সালাহউদ্দিন মাহমুদ জানান, রাস্তা দিয়ে পারাপার আমাদের জন্য বেশী কষ্ঠকর হয়ে পড়েছে, স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের পারাপারে ঝুকিঁতে পরিনত হয়েছে, শিঘ্রিই আমাদের সড়কের ব‍্যবস্থা প্রয়োজন। মামুনুর রশিদ মামুন জানান, আমরা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছি, মসজিদের মুসল্লী ও ছাত্রছাত্রী, গুরুতর অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা পারাপার করতে বড় কষ্ঠকর  হয়ে পড়েছে এবং কোন অনুষ্ঠানাদি সুন্দর মতে করতে পারছি না। তাই প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিত্তশালী লোকদের কাছে আমাদের একান্ত দাবী রাস্তার যথাযথ ব্যবস্থার দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে , হাজির পাড়া এলাকার সকল জনগনের চলাচলের রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে। তারা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছে সহযোগীতা কামনা করে রাস্তার সংস্কার চায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।