১০ ডিসেম্বর, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৮ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

উখিয়ার বহুল অালোচিত গাড়ি পুড়ানো মামলায় চেয়ারম্যান গফুর উদ্দিন সহ ১৫ জন বেকসুর খালাস


উখিয়ার বহুল অালোচিত গাড়ি পুড়ানো মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন সহ ১৫ জন অাসামী। গত ২৯ ডিসেম্বর কক্সবাজার অামলী অাদালত এর বিচারক, সুশান্ত প্রষাদ চাকমার অাদালতে বাদী ও তদন্তকারী কর্মকর্তা সহ মোট ৯ জন স্বাক্ষ গ্রহণ শেষে উক্ত মামলার রায় প্রদান করেন। এই মামলায় উখিয়ার পালংখালী ইউনিয়নের ২ বারের নিবার্চীত চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, ৪নং ওয়ার্ড়ের মেম্বার জয়নাল অাবেদীন, ৩নং ওয়ার্ড়ের সাবেক মেম্বার  মুফিদুল অালম সহ মোট ১৫ জন অাসামীকে বেকসুর খালাস দেয় বিজ্ঞ অাদালত। গত ২০১৪ সালের ৫ জানুয়ারী নিবার্চনে উখিয়া টেকনাফ সংসদ সদস্য অালহাজ্ব অাব্দুর রহমান বদি’র নিবার্চনী প্রচারনার গাড়ি সিএনজি ও মাইক সহ ভাঙ্গচুর করেছিল দুর্বৃত্ততরা। তাদের দেওয়া অাগুনে সিএনজি মাইক পুড়ানো দায়ে ঐ বছর ১৮ ডিসেম্বর ১৩ইং জি অার ২৮৮/১৩ মামলা হয়। যাতে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এম গফুর উদ্দিন চৌধুরীসহ মোট ১৫ জন অাসামী ছিল।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সন্তুষ প্রকাশ করে বলেন, সকল স্বাক্ষীগণ সত্য স্বাক্ষী দেওয়াতেই, অাদালত থেকে নিয়্যায় বিচার পেয়েছেন বলে দাবী করেন তিনি।
এব্যাপারে বাদী পক্ষের অাইন জীবি এ পি পি, এড়. সুরনজিত এর মোবাইল ফোনে মামলা প্রমান করিতে ব্যর্থতার কারন জানতে চাইলে তিনি বলেন, কোন স্বাক্ষী ঘটনার সত্যতা স্বীকার করে নাই বিধায় মামলা থেকে অাসামীগণ বেকসুর খালাস পেয়েছেন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।