২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ     ●  কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ   ●  মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ    ●  জেএস‌আরের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে অপপ্রচার বলে দাবি সভাপতি জসিমের   ●  ‘দশ হাজার ইয়াবা গায়েব, আটক  সিএনজি জিডিমূলে জব্দ

উখিয়ার পালংখালী ইউপির তথ্য সেবা উদ্যোক্তা ইয়াবাসহ আটক

বিশেষ প্রতিবেদক:

উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা জিয়াউল হককে আটক করেছে র্যাব-১৫। এসময় তার কাছে থাকা ৪ হাজার ইয়াবা ও একাধিক ব্যাংকের চেক বইও জব্দ করা হয়। সোমবার (২২ নভেম্বর) ভোররাত ১টার দিকে বালুখালী বাজারস্থ পূর্ব পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫’র সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী।

জিয়াউল হক বাপ্পী (৩৭) পালংখালী ইউনিয়ন পরিষদের বালুখালী বাজারস্থ পূর্বপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

র্যাব কর্মকর্তা এএসপি মো. আবু সালাম চৌধুরী জানায়, পাচারের উদ্দেশ্যে ইয়াবা মজুদের খবর পেয়ে অভিযান চালায় র্যাব। অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে তার ২-৩জন সহযোগী পালিয়ে যায়। কিন্তু আটক হন জিয়াউল হক। জিজ্ঞাসাবাদে আটক জিয়াউল পলাতক সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছেন বলে স্বীকার করেছেন।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজি সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জিয়াউল হককে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, ২০০৮ সাল হতে পালংখালী ইউপির তথ্য সেবা উদ্যোক্তা হিসেবে কাজ করছে জিয়াউল হক বাপ্পী। তার মাদক সংশ্লিষ্টতা খুবই দু:খজনক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।