৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

উখিয়ায় বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট এ সুর্যমূখী ফুটবল দল চ্যাম্পিয়ন

কক্সবাজারের উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা খেলার মাঠে উখিয়া বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট কমিটির আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা ৪টায় অনুষ্ঠিত খেলায় খেলোয়াড়দের মধ্যে অংশ নেন সুর্যমূখী ফুটবল দল বনাম গোলাপ ফুটবল দলে।
“মাদক ছাড় ক্রীড়া ধরো, সমাজ, দেশ, পরিবার ও নিজকে রক্ষা করো” এই স্লোগানকে ধারণ করে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনান খেলা উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বৌদ্ধ সমাজ উন্নয়ন ও বিহার সুরক্ষা কমিটির সভাপতি প্লাবন বড়ুয়া।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও হলদিয়া পালং  ইউপি প্যানেল চেয়ারম্যান স্বপন শর্মা রনি, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের, স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিনয় বড়ুয়া, সাধারণ সম্পাদক সুভাষ বড়ুয়া, বিশিষ্ট সমাজ সেবক দিনেস বড়য়া, সিনিয়র শিক্ষক আশিষ বড়ুয়া, সিনিয়র শিক্ষক আদিত্য বড়ুয়া রাহুল।
আয়োজিত ফাইনাল খেলার সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি (যুব) কক্সবাজারের সভাপতি এডভোকেট অনিল কান্তি বড়ুয়া ও সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ উখিয়া উপজেলা সভাপতি মেধু কুমার বড়ুয়া।
ফাইনাল খেলায় সুর্যমূখী ফুটবল দল ০-২ গোলে চ্যাম্পিয়ন হয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।