৫ জানুয়ারি, ২০২৬ | ২১ পৌষ, ১৪৩২ | ১৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় একটি বেকারিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোকানমালিকসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজারের পান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত দোকানমালিক আবু নাচের কাউছার (৩৪) বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিচ্যা বাজারে ‘নোমান এন্ড তামান্না বেকারী’ নামের একটি দোকানে পূর্ব শত্রুতার জেরে একদল লোক হামলা চালায়। হামলাকারীরা দা, লাঠি ও ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ঢুকে বিভিন্ন পণ্য ছড়িয়ে-ছিটিয়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করে।

এ সময় দোকানের কর্মচারী আবু জাহেদ (১৮) বাধা দিলে তাঁকে মারধর করে দোকান থেকে টেনে বের করে পাশের একটি দোকানের সামনে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয়।

কর্মচারীকে বাঁচাতে এগিয়ে গেলে দোকানমালিক আবু নাচের কাউছারকেও মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে পিঠে পরপর দুইবার আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত দুজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে আবু নাচের কাউছারকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

এ ঘটনায় আবু নাচের কাউছার উখিয়া থানায় বাদী হয়ে দায়ের করা অভিযোগে মো. শফিক, রফিক আহমদ, মো. রিফাত ও মো. ফয়সালের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও দুই থেকে তিনজনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, অভিযোগে উল্লেখিত ১নং বিবাদী মো. শফিককে ইতিমধ্যে আটক করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত আছে। ‘

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।