৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

উখিয়ায় নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা আদায়

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত পলিথিন। উপজেলার বালুখালী সহ বিভিন্ন স্টেশনে বেড়েছে অবৈধভাবে বিক্রি করা পলিথিন ব্যবসায়ীদের দৌরাত্ম্য। সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে এসব পলিথিনের ব্যবসা করে আসছে বালুখালীর জাফর আলমের ছেলে রশিদ আহমদ, মৃত ইয়াকুব আলির ছেলে আলি আকবর, মৃত আজিম উল্লাহর ছেলে আব্দুল হক সহ একটি শক্তিশালী সিন্ডিকেট।
সোমবার(১৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী তে অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসায়ীদের তিন মামলায় ৯২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) সালেহ আহমদ। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক ফাইজুল কবির।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আজহারুল ইসলাম, উখিয়া থানার এসআই ওলিউর রহমান সহ অনেকে অভিযানে উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির খবরে অভিযান পরিচালনা করে ৫শ কেজি পলিথিন জব্দ ও ৩টি মামলায় ৯২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসা না করার জন্য সবাইকে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।