১৫ অক্টোবর, ২০২৫ | ৩০ আশ্বিন, ১৪৩২ | ২২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

উখিয়ায় নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা আদায়

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত পলিথিন। উপজেলার বালুখালী সহ বিভিন্ন স্টেশনে বেড়েছে অবৈধভাবে বিক্রি করা পলিথিন ব্যবসায়ীদের দৌরাত্ম্য। সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে এসব পলিথিনের ব্যবসা করে আসছে বালুখালীর জাফর আলমের ছেলে রশিদ আহমদ, মৃত ইয়াকুব আলির ছেলে আলি আকবর, মৃত আজিম উল্লাহর ছেলে আব্দুল হক সহ একটি শক্তিশালী সিন্ডিকেট।
সোমবার(১৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী তে অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসায়ীদের তিন মামলায় ৯২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) সালেহ আহমদ। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক ফাইজুল কবির।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আজহারুল ইসলাম, উখিয়া থানার এসআই ওলিউর রহমান সহ অনেকে অভিযানে উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির খবরে অভিযান পরিচালনা করে ৫শ কেজি পলিথিন জব্দ ও ৩টি মামলায় ৯২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসা না করার জন্য সবাইকে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।