১৪ ডিসেম্বর, ২০২৫ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ২২ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

ঈদগাহ কলেজে অনার্স কোর্স চালুর খবরে উল্লাস

বৃহত্তরeidghon-farid-ahmed-college_1 ঈদগাঁওর সাধারণ শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনার্স কোর্স চালুর খবরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, ১২ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সভায় কক্সবাজার সদরের শিক্ষা-দীক্ষায় অবহেলিত ঈদগাহ কলেজে চলতি শিক্ষাবর্ষ থেকে অনার্স কোর্স চালুর বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন অর রশিদের সভাপতিত্বে জাতীয় বিশ^বিদ্যালয় ভবনে আয়োজিত উক্ত সভায় বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ অধিভূক্তি কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা জানান, অনার্স কোর্স চালুর বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে তাৎক্ষণিক জানানো হয়েছে। এ বছর রাষ্ট্র বিজ্ঞান, বাংলা ও অর্থনীতি বিষয়ে সম্মান কোর্সে ছাত্রছাত্রী ভর্তির অনুমতি মিলেছে। তাই জাতীয় বিশ^বিদ্যালয়ের চলমান ভর্তি কার্যক্রমের মধ্যেই তার কলেজে রিলিফ স্লিপের মাধ্যমে অনার্স ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। এদিকে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ঈদগাহ কলেজে অনার্স কোর্স চালু হওয়ায় কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মোক্তার আহমদ, মোহাম্মদ জকরিয়া, সাংবাদিক মো. রেজাউল করিম জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

অন্যদিকে এ খবর কলেজ কর্তৃপক্ষের নিকট পৌঁছার পর সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয়। উল্লেখ্য, বর্তমান কলেজ গভর্নিং বডি স্থানীয় এলাকাবাসীর দাবী ও শিক্ষার্থীদের সুবিধার্থে অত্র কলেজে অনার্স কোর্স চালুর প্রয়োজনীয় অনুমতির জন্য বেশ কিছুদিন যাবত জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।